রাত বাড়লেই শোনা যাচ্ছে নূপুরের শব্দ। যেন পাশ দিয়ে হেঁটে চলে গেল কেউ! কখনও আবার আচমকা আয়নায় উড়ে এসে পড়ল সিঁদুর! এই ‘ভৌতিক’ কাণ্ডে নাজেহাল মুর্শিদাবাদের ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা হস্টেলের আবাসিকরা। আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের।
মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল কোস্তুরী গান্ধী বালিকা হস্টেলে প্রায় ১০০ জন থাকতেন। তাঁরা সকলেই ধুলিয়ান বানিচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। করোনার কারণে প্রায় ২ বছর স্কুল বন্ধ থাকায় তালা পড়েছিল হস্টেলেও। দেড় মাস আগে ফের খুলেছে হস্টেলের দ্বার। আবাসিকরা এসেছে। প্রথমদিকে স্বাভাবিক ছিল সবটা। দিন পাঁচেক আগে সমস্যার সূত্রপাত।
আরও পড়ুন: Burdwan Blast: বাগান পরিস্কারের সময়ে আচমকাই বিকট শব্দ! কেঁপে উঠল বাহির সর্বমঙ্গলা পাড়া
আবাসিকদের দাবি, সূর্য ডুবতেই নানারকম ভৌতিক ঘটনা ঘটেছে হস্টেল চত্বরে। আচমকা ভেসে আসছে নুপুরের আওয়াজ। কখনও আবার মনে হচ্ছে, নূপুর পড়ে হেঁটে যাচ্ছেন কেউ। কখনও আবার পড়ুয়ারা অনুভব করছে, পাশে দাঁড়িয়ে রয়েছে কেউ। কিন্তু চোখে দেখা যাচ্ছে না। কখনও আবার সিঁদুর উড়ে এসে পড়ছে আয়নায়। গোটা বিষয়টি হস্টেল কর্তৃপক্ষকে জানায় আবাসিকরা।
এরপর মঙ্গলবার হস্টেলে যান ধর্মগুরুরা। ছিলে্ন মৌলনা নুরুল ইসলাম ও ধুলিয়ান কালিপাড়া থানা পুজো কমিটির পুরোহিত দিলীপ কুমার মিশ্র। তাঁরা হস্টেল ঘুরে দেখেন। চলল মন্ত্রোচ্চারণ, কোরান তেলাওয়াত ৷ অবশেষে দুই শাস্ত্রজ্ঞ জানালেন, ‘তেনারা বিদায় নিয়েছেন ৷ আর ভয় নেই ৷’ এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, “কিছুদিন ধরে ছাত্রীরা ভয় পাচ্ছিল। সেই কারণে ধর্মগুরুরা এসেছিলেন। যজ্ঞ করা হয়েছে।” তবে এই ভূতের তত্ব মানতে নারাজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। তাঁদের কথায়, গোটা ঘটনাটিই কুসংস্কার।
আরও পড়ুন: Mamata Banerjee: অনুব্রতকে গ্রেফতারের ছক! বিজেপি-র বগটুই রিপোর্টকে ‘অভিসন্ধি’ বলে তোপ মমতার