তেলের দামবৃদ্ধিতে কোনো লাগাম পরানো যাচ্ছে না। গত ১২ দিনে এই নিয়ে দশম বার বাড়ল দাম। শনিবার নতুন করে আরও ৮০ পয়সা বৃদ্ধি হয়েছে তেলের দামে। এর ফলে ১২ দিনে পেট্রোপণ্যের দাম মোট ৭ টাকা ২০ পয়সা বাড়ল।
কলকাতায় শুক্রবার পর্যন্ত লিটার প্রতি পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ১১১ টাকা ৩৫ পয়সা এবং ৯৬ টাকা ২২ পয়সা। শনিবার রা বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা এবং ৯৭ টাকা ২ পয়সা। রাজধানী দিল্লিতে পেট্রলের দাম এখন লিটার প্রতি ১০২ টাকা ৬১ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা।
আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ ইউটিউবে আপলোড করুন, মন্তব্যের জেরে কেজরির বাড়িতে হামলা বিজেপির
দেখে নেওয়া যাক কোন শহরে আজ কত দাম পেট্রোল-ডিজেলের
শহর পেট্রোল ডিজেল
দিল্লি ১০২ টাকা ৬১ পয়সা ৯৩ টাকা ৮৭ পয়সা
মুম্বই ১১৭ টাকা ৫৭ পয়সা ১০১ টাকা ৭৯ পয়সা
কলকাতা ১১২ টাকা ১৯ পয়সা ৯৭ টাকা ০২ পয়সা
চেন্নাই ১০৮ টাকা ২১ পয়সা ১০৮ টাকা ২১ পয়সা
ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। একদিকে পেট্রোল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ।
আরও পড়ুন: ‘রাজনৈতিক নেতাদের সঙ্গে আঁতাত ছাড়ুন’, সিবিআইকে তিরস্কার প্রধান বিচারপতির