চিনা বাস্তুশাস্ত্র বা ফেংশুইতে উইন্ডচাইমকে ইতিবাচক শক্তি বাড়িতে নিয়ে আসে। আস সেই কারণে এটি ঘরে রাখা অত্যান্ত শুভ বলে মনে করা হয়ে। উইন্ড চাইম একদিকে যেখন শুভ অন্যদিকে এটি গৃহসজ্জার গুরুত্বপূর্ণও বটে।
সেরামিকের উইন্ড চাইম-
বাড়ির দক্ষিণ, পশ্চিমে রাখা উচিৎ। সেরামিকের উইন্ড চাইম ভুলেও দক্ষিণ দিকে রাখবেন না।
মূর্তি উইন্ড চাইম-
বাড়ি বা দোকানে প্রবেশের ফলে উইন্ড চাইম রাখতে পারেন। এই উইন্ড চাইমে মূর্তি বা কোনও চিনা ভাষা খোদাই করা থাকে। এই উইন্ড চাইম মূলত ব্যবসায়ে শ্রীবৃদ্ধি ঘটায়।
আরও পড়ুন: দোল পূর্ণিমায় মমতার রেখে যাওয়া বিগ্রহের অভিষেক হল মায়াপুর ইসকন মন্দিরে
উইন্ড চাইম অশুভ
মনে রাখবেন উইন্ড চাইম ভুলেও ঘরের মধ্যে রাখবেন না। তাহলে হিতে বিপরীত হয়ে পারে। একমাত্র বাড়ির মধ্যে যদি উঠান থাকে তাহলে রাখতে পারে। উইন্ড চাইম কখনও স্টোররুমে রাখবে না। এমন জায়গায় উইন্ড চাইম রাখবেন যাখানে হাওয়া দেয়। চিনা বাস্তুশাস্ত্র মতে হাওয়ায় উইন্ড চাইম টুং টাং শব্দ হয়। সেই শব্দই ঘরের অশুভ শক্তি দূর করে। ঘরে নিয়ে আসে শান্তি। যেসব উইন্ড চাইমের ৬-৮টি রড থাকে সেগুলি বাড়ির পক্ষে শুভ বলে বিবেচনা করা হয়।
আরও পড়ুন: Vastu Tips: চটজলদি হবেন কোটিপতি, ঘর সাজান পিতল বা রূপোর মাছ দিয়ে