Tmc leader anubrata mandal at sskm hospital kolkata

SSKM-এ ভর্তি অনুব্রত মণ্ডল, ‘অসুস্থতার জন্য যেতে পারছি না’, CBI-কে চিঠি তৃণমূল নেতার

এসএসকেএম হাসপাতালে ভর্তি অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতার একাধিক শারীরিক সমস্যা থাকার কারণে সিবিআই তলবে আজ তিনি হাজিরা দিতে পারছেন না বলে কেন্দ্রীয় সংস্থাকে জানালেন তাঁর আইনজীবীরা। হাজিরা দিতে কলকাতায় এলেও আজ সকাল থেকে শারীরিক সমস্যা তৈরি হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতির। সেই কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে, সিবিআইকে এমনই জানান তাঁর আইনজীবীরা।

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে তৃণমূল নেতার। অনুব্রত মণ্ডলের বুক ও পেটে কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।

সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘুরে রক্ষাকবচ পাননি। তারপর ফের একবার গরু পাচার মামলায় (Cow Smuggling) জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করেছে সিবিআই। বুধবার, ৬ এপ্রিল তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছেন গোয়েন্দারা। মঙ্গলবারই কলকাতায় এসে পৌঁছেছেন অনুব্রত।  রাতটা চিনার পার্কের ফ্ল্যাটেই কাটিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি।

আরও পড়ুন: KMC Water Supply: আজ দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশ বন্ধ পানীয় জল সরবরাহ

এ দিন সকাল ১০.৫০ নাগাদ চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনুব্রত মণ্ডল। মা ফ্লাইওভারে ওঠার পরে সকলেই একপ্রকার নিশ্চিত হয়েছিলেন তিনি সম্ভবত নিজাম প্যালেসে যাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে বীরভূমের দুঁদে নেতাকে নিয়ে কালো গাড়ি এসএসকেএম হাসপাতালের গেট দিয়ে ভিতরে ঢুকে যায়। হাসপাতালের উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কেবিনে রয়েছেন অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য।

ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের চিকিৎসায় মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তাঁকে বেশ কিছু ওষুধও দেওয়া হয়েছে। বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করা হবে তৃণমূল নেতার। অনুব্রত মণ্ডলের বুক ও পেটে কিছু সমস্যা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Maa Flyover: টানা 19 দিন মা উড়ালপুলে বন্ধ থাকছে যান চলাচল, ভোগান্তি এড়াতে রাস্তায় বেরনোর আগেই জেনে নিন দিনক্ষণ