ঠিক যেন খেলনা বিমান। আকাশে উড়তে উড়তে মাটিতে নামতেই আচমকাই ভেঙে দু’টুকরো হয়ে গেল! কোস্টারিকার (Costa Rica) সান জোসে (San Jose) আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই দৃশ্যের ভিডিও ও ছবি।
সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত পণ্যবাহী বিমানটি জার্মানির একটি পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পিছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পরে মাটিতে ধাক্কা খেয়ে দু’টুকরো হয়ে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।ভেঙে পড়ার পরে বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনও বড় অগ্নিকাণ্ড ঘটেনি। বিমানের চালক এবং তাঁর সহকারী দু’জনই অক্ষত রয়েছেন। প্রসঙ্গত, ২০২০-র অগস্টে কেরলের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে খাদে পড়ে ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। দুই চালক-সহ ১৯ জনের মৃত্যু হয়েছিল ওই ঘটনায়।
আরও পড়ুন: Imran Khan: ইস্তফা দিচ্ছি না জানিয়ে আমেরিকা ও ভারতকে একহাত নিলেন ইমরান
Video footage of the DHL Boeing 757 Freighter just as it skidded off the runway at SJO.
Read more at AviationSource!https://t.co/63ONa6oRCD
Source: Unknown#DHL #JuanSantamariaAirport #AvGeek #Crash #Accident pic.twitter.com/EI9ew6YVXN
— AviationSource (@AvSourceNews) April 7, 2022
ঘটনাটির নানা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে, বিমানটি অবতরণের সময়ও প্রথম দিকে কোনও সমস্যা হয়নি। কিন্তু ক্রমেই বিমানটি ঘুরে যেতে থাকে। তারপর গলগল করে ধোঁয়া বেরতেই সেটি টুকরো হয়ে যায়। বিমানে থাকা দুই ক্রু সদস্যের কারওই বড় কোনও চোট লাগেনি। তবুও তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয় মেডিক্যাল পরীক্ষার জন্য। তবে বিমান চালক ঘটনার অভিঘাতে মানসিক ভাবে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। যদি বাকিরা সকলেই ঘটনাটি হুবহু মনে করতে পারছেন।
আরও পড়ুন: ‘সুপ্রিম’ রায়ে শনিবার অনাস্থা ভোটের মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান