Pakistan Crisis: PM Imran Khan to face no trust vote amid tension

সুপ্রিম রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন, রাত ন‌’টায় বাড়িতে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ইমরান

এখনও ঝুলে রয়েছে ইমরান খানের ভাগ্য। শেষ পর্যন্ত পাক (Pakistan) সংসদে আস্থা ভোটে হেরে কি গদি হারাবেন ইমরান খান (Imran Khan)? এই উত্তর এখনও মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত এদিন রাত সাড়ে আটটায় আস্থা ভোট হওয়ার কথা। এদিকে এদিনই আস্থা ভোট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে ইমরানের দল।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেদেশের শীর্ষ আদালতের নির্দেশে শনিবারই এই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ভোট করা যায়নি। বিরোধীদের অভিযোগ, অযথা সময় নষ্ট করছে ইমরানের দল। এদিন পাক ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন শুরু হওয়ার পরে ভারতীয় সময় দুপুর ১টা পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। পরে ফের তা শুরু হলেও দেখা যায় ইমরান নিজেই অনুপস্থিত। এদিকে বিরোধীরা আস্থা ভোটের আবেদন জানালেও স্পিকার বলেন বিদেশ নীতি সংক্রান্ত বিতর্ক প্রসঙ্গে আলোচনার কথা। এতেই পিছিয়ে যেতে থাকে অনাস্থা ভোট।

আরও পড়ুন: Sri Lanka: আর্থিক সঙ্কটে উত্তাল দেশ, জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট রাজাপক্ষে

বিরোধীদের প্রবল হই হট্টগোলের মধ্যেই পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন স্থানীয় সময় রাত সাড়ে ন’টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল। অর্থাৎ ভারতীয় সময় রাত দশটায় ফের বসবে অধিবেশন। তখন হবে কি অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি? এখনও তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, ভোটে হেরে গেলে ইমরান খানই হবেন অনাস্থা ভোটে বিদায় নেওয়া পাকিস্তানের (Pakistan) প্রথম কোনও প্রধানমন্ত্রী। এর আগে দুই প্রধানমন্ত্রী অনাস্থা ভোটের মুখোমুখি হয়েও টিকে যান। সেনা হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস থাকা পাকিস্তানে কোনও প্রধানমন্ত্রীই তাঁদের মেয়াদ পূর্ণ করতে পারেননি। তবে ইমরানকে বিদায় নিতে হচ্ছে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে।

আরও পড়ুন: ভারতে চলমান মুসলিম বিদ্বেষের বিষয়ে হস্তক্ষেপ করুন, বাইডেনকে বললেন ইলহান ওমর