Weather Update: kolkata and south bengal districts may witness rainfall on thursday

Weather Update: পয়লা বৈশাখের আনন্দে জল ঢালবে বৃষ্টি – জানাল হাওয়া অফিস

হাতে আর মাত্র কয়েকটা দিন। নতুন পোশাকে নতুন ভাবে সেজে উঠতে প্রস্তুত বাঙালি। পয়লা বৈশাখ আসছে। কিন্তু তার আগেই দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া দফতর। পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? এই নতুনত্বের স্বাদে এমনই জল ঢালার মতো প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাঙালির।

মঙ্গলবার সামান্য হলেও বাড়তে পারে তাপমাত্রার পারদ। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গত এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ‘বাংলায় গেলে খুন হয়ে যেতে পারেন’, রাজ্যসভায় বিস্ফোরক অমিত শাহ, নিন্দা তৃণমূলের

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে। তবে, শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকেই বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদে। যদিও এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এদিকে, আজ থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপেক্ষিক আদ্রতা বাড়বে, ফলে অস্বস্তিও বাড়বে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: চাকায় জড়়িয়ে গেল ষাঁড়ের শরীর, ডাউন বনগাঁ-শিয়ালদহ লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে