Amit Shah's Bengal visit postponed till May

Amit Shah: শেষ মুহূর্তে বাতিল শাহের বাংলা সফর! ফলাফলই কাঁটা বঙ্গ বিজেপির কাছে?

বাংলায় আসছেন না অমিত শাহ। চলতি মাসে ১৬ তারিখ উত্তরবঙ্গ এবং তার পরের দিন ১৭ এপ্রিল কলকাতায় তার কর্মসূচি ছিল। কিন্তু শাহের এই দু’দিনের সফর বাতিল হয়েছে। একথা জানিয়েছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

তবে মে মাসের শুরুতেই রাজ্য সফরে আসছেন। দু’বার সফর পিছিয়ে যাওয়ায় এখনই সূচি ঘোষণা করতে চাইছে না রাজ্য বিজেপি। তবে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, মে মাসের ৩ ও ৪ তারিখ বাংলায় থাকতে পারেন শাহ। বড় কিছু না ঘটলে এটাই চূড়ান্ত বলেও দাবি করছে বিজেপি-র একাংশ। আর সেই সফর নিশ্চিত ধরে নিয়েই নতুন করে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলতে চান রাজ্য নেতারা।

আরও পড়ুন: Mograhat Murder সিভিক ভলেন্টিয়ার–সহ দু’‌জনকে গুলি করে, গলা কেটে খুন, অগ্নিগর্ভ মগরাহাট

আগামী ১৬ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা এবং আসানসোল লোকসভার উপনির্বাচনের ফল প্রকাশিত হবে। এই দুই আসনে ফল প্রকাশিত হবে। এই দুই কেন্দ্রে বিজেপির হার নিশ্চিত এটা অনুমান করেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফরকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল আগেই। কারণ, ফের বিজেপির ভরাডুবি হলে এবং ওই দিন বাংলায় অমিত শাহ এলে, সেটা তাঁর জন্য খুব একটা সম্মানের হত না। মনে করা হচ্ছে, সম্ভবত এই আশঙ্কা থেকেই অমিত শাহের সফর বাতিল হল বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর, বিগত ১ বছরে বাংলায় আসেননি। তারপর উপনির্বাচনেও দল খুব খারাপভাবে হেরেছে। তাই এবারের এই দুই কেন্দ্রের উপনির্বাচনে খারপ ফলের আশঙ্কা করে, সেদিন বাংলায় অমিত শাহ আসুন এমনটা চাইছেন না, রাজ্য বিজেপি ও অমিত শাহ-এর অনুরাগীরা।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলা: সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সাময়িক স্বস্তি পার্থর