West Bengal Weather update: Heatwave predicted in few districts of South Bengal, few expecting rain

Weather Update: নববর্ষেই জেলায় জেলায় ঝড়-বৃষ্টি! থাকছে তাপপ্রবাহের সতর্কতাও

কোথাও বৃষ্টির সম্ভাবনা। কোনও জেলায় আবার গরমে হাঁসফাঁস অবস্থা। বৈশাখের শুরুতে কালবৈশাখীর পূর্বাভাস তো দূরঅস্ত্‌, দক্ষিণবঙ্গের পাঁচ জোলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, বেশ কিছু দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শুক্রবারও দার্জিলিং থেকে মালদহ— উত্তরের আট জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানাচ্ছে এই সপ্তাহের শেষে বৃষ্টির মুখ দেখতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। শনি এবং রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভবনা রয়েছে। রবিবার বিকেলের দিকে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস এও জানাচ্ছে, বৃষ্টি হলেও, গরমজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে।

আরও পড়ুন: চাকায় জড়়িয়ে গেল ষাঁড়ের শরীর, ডাউন বনগাঁ-শিয়ালদহ লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতার তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-৩৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা  বৃষ্টির সম্ভবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। এদিকে, বৃহস্পতিবার সন্ধেয় মাত্র ১০ মিনিটের কালবৈশাখী ঝড় হয় আলিপুরদুয়ারে।

আরও পড়ুন: Shantiniketan rape case: মেলার মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্তেরা অধরা