Fire at Delhi's Uphaar Cinema, where a blaze had killed 59 people 25 years ago

Uphaar cinema hall: প্রাণ কেড়েছিল ৫৯ জনের, ফের আগুন দিল্লির অভিশপ্ত সিনেমা হলে

ফের আগুন লাগল দিল্লির উপহার সিনেমা হলে (Uphaar Cinema Hall)। রবিবার সকালের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল দিল্লিতে। ছুদিন দিন সকালের এই অগ্নিকাণ্ড ফের একবার উসকে দিল ১৯৯৭ সালের মর্মান্তিক স্মৃতি। সিনেমা দেখতে এসে এই প্রেক্ষাগৃহেই আগুনে ঝলসে প্রাণ গিয়েছিল ৫৯ জনের।

দমকল বিভাগের তরফে জানা গিয়েছে, আগুন লাগে সাতসকালে (Fire Uphaar cinema hall near Green Park metro station)৷ সিনেমা হলের ভেতরে কিছু কাঠের চেয়ার ও আসবাবপত্র জ্বলতে দেখা যায় ৷ এক আধিকারিক জানান, “ভোর পৌনে পাঁচটা নাগাদ আমরা একটা ফোনে অগ্নিকাণ্ডের খবর পাই ৷

আরও পড়ুন: JNU Meat Controversy : মাংস খাওয়া নিয়ে এবার রক্ত ঝরল জেএনইউ-তে এবিভিপি’র সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের

আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ৯টি ইঞ্জিন ৷ তবে দু ঘণ্টার মধ্যে অর্থাৎ সওয়া সাতটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে ৷ কেউ হতাহত হননি ৷” তবে কীভাবে আগুন লাগল সেটা এখনওও স্পষ্ট নয়। সিনেমা হলের ভিতরে পড়ে থাকা আসবাবপত্র থেকে আগুন ছড়িয়েছে বলে দমকলকর্মীদের প্রাথমিক অনুমান।

এদিনের ঘটনায় ফের একবার ২৫ বছর আগের স্মৃতি উসকে দিল। ১৯৯৭ সালের ১৩ জুন ‘বর্ডার’ সিনেমা দেখানোর সময় আগুন লেগেছিল উপহার হলে। অভিযোগ, সিনেমা হলে আগুন নেভানোর মতো যথাযথ ব্যবস্থা ছিল না। আসন সংখ্যা বাড়ানোর কারণে বন্ধ ছিল হল থেকে বেরোনোর আরেকটি রাস্তাও। সিনেমা দেখতে যাওয়া ১৫০ -রও বেশি মানুষ আটকে পড়েছিলেন ৷ মৃত্যু হয় ৫৯ জনের ৷ আগুনের থেকে বাঁচতে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হয়ে জখম হন প্রায় শতাধিক মানুষ৷ বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর দোতলা সিনেমা হল বন্ধ করে দেওয়া হয় ৷  সেই ভয়াবহ স্মৃতিই ফিরে এল আজকের অগ্নিকাণ্ডের ঘটনায় ৷

আরও পড়ুন: ‘সরকার বিরোধী পোস্ট করা যাবে না’, কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ টিআইএফআর-এর