"Desire Peaceful, Cooperative Ties": Shehbaz Sharif In Letter To PM Modi

দিলেন কাশ্মীর সমস্যা সমাধানের বার্তা, মোদীকে চিঠি নতুন পাক প্রধানমন্ত্রীর

সদ্য ক্ষমতায় এসেছেন তিনি। এসেই ‘বন্ধু’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Modi) চিঠি লিখলেন নতুন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানালেন। তিনি ক্ষমতায় আসীন হওয়ার পরই তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। অবশেষে তার উত্তর দিলেন শাহবাজ। তাঁর চিঠিতে উঠে এসেছে কাশ্মীর সমস্যার প্রসঙ্গও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে একথা জানা গিয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান, কাশ্মীর বিরোধ সমাধানের জন্য যা অপরিহার্য। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে পাকিস্তান বরাবর প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের ত্যাগ ও অবদানের কথা সবাই জানে এবং এটা বিশ্বব্যাপী স্বীকৃত। শাহবাজ শরিফ বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান এবং ভারতের মধ্যে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ এবং এ অঞ্চলের অগ্রগতি ও আর্থসামাজিক উন্নতির জন্য অপরিহার্য।’

আরও পড়ুন: Shehbaz Sharif: থেকেছেন নির্বাসিত, খেটেছেন জেল, এবার হবেন পাক প্রধানমন্ত্রী! কে এই শেহবাজ শরিফ?

এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইটবার্তায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখারও আশা প্রকাশ করেন মোদী। টুইটবার্তায় নরেন্দ্র মোদী লেখেন: ‘ভারতের প্রত্যাশা সন্ত্রাসমুক্ত একটি অঞ্চল, যেখানে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।’

এর আগে নিজের প্রথম ভাষণে কাশ্মীর প্রসঙ্গ তুলে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে গেলে উভয় দেশের দারিদ্র্য ও বেকারত্বের মতো সমস্যা সমাধানে জোর দেওয়া যাবে। কাশ্মীর সমস্যার উপযুক্ত সমাধান ছাড়া শান্তি বজায় রাখা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন: পুতিনের পালটা চাল! বরিস জনসনকে ত্রিসীমানায় ঢুকতে দেবে না Russia