how to protect your plants during heavy rain and storm

Plant Care: ঝড়-বৃষ্টিতে ক্ষতি হতে পারে আপনার গাছের, যত্ন নেবেন কীভাবে?

কয়েকদিন ধরেই মাঝেমধ্য়ে বৃষ্টি আসছে। এমনকী ঘূর্ণিঝড় আসার আশঙ্কাও প্রকাশ করেছিল হাওয়া অফিস। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, বাংলার দিকে ধেয়ে আসছে না অশনি। কিন্তু কালবৈশাখীর এই সময়ে মাঝেমধ্য়েই ঝড়-বৃষ্টি হতে পারে। ঝড়-বৃষ্টি আপনার গাছের ক্ষতি করতে পারে। আপনি গাছপ্রেমী হলে তাদের যত্নও আপনি নেন। ঝড়-বৃষ্টি যেন গাছের কোনওভাবেই না ক্ষতি করতে পারে, সেদিকেও আপনাকে নজর দিতে হবে। কীভাবে ভালো রাখবেন গাছগুলো, পরামর্শ দিলাম আমরা।

  • গাছের শিকড় আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে গাছের গোড়ায় জল জমে যায়। অতিরিক্ত জলের মধ্যে শিকড় পচে যেতে পারে। তাই আপনি গাছের মাটির উপর বেশ কিছু পরিমাণ প্রাকৃতিক সার দিয়ে রাখতে পারেন। এতে আপনার মাটি সরাসরি অতটাও ভেজে না। শিকড় সুরক্ষিত থাকে।
  • ছোট গাছ হলে আড়াল করে রাখুন। কোনও গাছকে সদ্য লাগিয়েছেন? তাহলে সেই গাছটি ছাদে বা বারান্দায় কোনও খোলা জায়গায় রাখবেন না। চেষ্টা করুন, ছাওয়ার মধ্য়ে রাখতে। যাতে সরাসরি বৃষ্টি বা ঝড়ের মুখে তাদের পড়তে না হয়। সরাসরি ভারী বৃষ্টি বা ঝড়ে গাছের ক্ষতি হতে পারে। বড় কিন্তু স্পর্শকাতর গাছ হলেও আপনি তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন। কিংবা একটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে পারেন। যাতে সরাসরি বৃষ্টি না গায়ে লাগে।

আরও পড়ুন: নেটমাধ্যমে গাছ কিনেছেন? গাছ হাতে পাওয়ার পর কী ভাবে যত্ন নেবেন

  • ক্যাকটাসের মতো অনেক গাছ আছে, যাদের বেঁচে থাকার জন্য অল্প পরিমাণ জলই প্রয়োজন। সেসব গাছ এই সময়ে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখুন। অতিরিক্ত জলের জন্য এই গাছ পচে যেতে পারে।
  • ঝড়ের দাপটে গাছের টব পাঁচিল থেকে পড়ে যেতে পারে। বা অতিরিক্ত বৃষ্টির কারণে গাছের গোড়ায় জল জমতে পারে। এই সময় টবগুলো উল্টে রাখুন। অর্থাৎ মাটিতে শুয়ে রাখুন। এতে টবের গায়ে বা গাছের গায়ে ঝড়ের দাপট সেরকম লাগবে না। এদিকে আপনার গাছও সুরক্ষিত থাকবে।
  • ঝড় বৃষ্টির পরে গাছের গোড়ার জল ফেলে দিন। গাছের মাটি খুঁড়ে দিন। বৃষ্টির জল গাছের জন্য ভালো। কিন্তু অতিরিক্ত জল ভালো নয়।

আরও পড়ুন: Farming: সামার টিউলিপ চাষ করতে চাইছেন? জেনে নিন সঠিক পদ্ধতি