cyclone asani effect in bengal: Gusty wind with a speed of 40kmph predicted in South Bengal, heavy rain in North Bengal

Cyclone Asani: দুর্বল ‘অশনি’ রবিবার পর্যন্ত ভেজাবে বাংলাকে, কবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে?

দুর্বল ‘অশনি’ রবিবার পর্যন্ত ভেজাবে বাংলাকে। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হবে বেশ কয়েকটি জেলাায়। সঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে চলবে দমকা হাওয়া, প্রায় গোটা রাজ্যেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও।

বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘অশনি’র সরাসরি কোনও প্রভাব বাংলায় না পড়লেও শনিবার পর্যন্ত বৃষ্টি হবে। এর মধ্যে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি বৃহস্পতিবার দিনভর দক্ষিণবঙ্গের সবক’টি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর।

শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘণ্টায় ৬ কিমি গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’।সমুদ্রে শক্তি হারিয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে ‘অশনি’।

আরও পড়ুন: Cyclone Asani: বঙ্গোসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘অশনি’ কেন? কারা সেই নামকরণ করল?

বৃহস্পতিবার সকালেই ঘূর্ণিঝড় ‘অশনি’ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর সেটি বঙ্গোপসাগরের উপর দিয়েই উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোবে। হাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে রাজ্যের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিক থেকে জোরালো বাতাস ঢুকতে শুরু করেছে। যার ফলেই ঝোড়ো হাওয়া বইবে, শুক্র এবং শনিবার বৃষ্টি হবে বাংলায়।

আপাতত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্র এবং শনিবার ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরেও। এ ছাড়া দক্ষিণ বঙ্গের বাকি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা।

আরও পড়ুন: Kashipur: খুন নয়! অর্জুনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত