BJP Leader Dilip Ghosh attacks TMC Leaders for price hike potato

Dilip Ghosh: তৃণমূল নেতাদের ‘পিছনে পেট্রল দেওয়ার’ নিদান, দিলীপের বিতর্কিত মন্তব্যে আলোড়ন

দিলীপ ঘোষের (Dilip Ghosh) কুকথা যেন লেগেই রয়েছে। এবার তৃণমূল নেতাদের দেখলেই পিছনে পেট্রল দেওয়ার নিদান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির। তৃণমূলকে বেনজির আক্রমণ করতে গিয়ে বিতর্কে বিজেপি নেতা। তাঁর মন্তব্যের তীব্র সমালোচনায় সরব ঘাসফুল শিবির।

আজ, বুধবার ‘ভয় মুক্ত বাংলা ও হিংসা মুক্ত রাজনীতি’র দাবিতে পদযাত্রা করছিলেন দিলীপ ঘোষ। বাঁকুড়ায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কর্মীদের বিতর্কিত নিদান দিলেন তিনি।বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‌আগে আলুর দাম ছিল কিলো প্রতি ১৫ থেকে ২০ টাকা। এখন সেই আলুর দাম দাঁড়িয়েছে কিলো প্রতি ৩৫ টাকা থেকে ৪০ টাকা। আলু তো আর রাশিয়া বা ইউক্রেন থেকে আসে না। আলুর দাম যেখানে একশো শতাংশ বেড়েছে, সেখানে ৯০ টাকার পেট্রল মাত্র ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে হয়েছে ১১৫ টাকা। পেট্রল তো কেউ খায় না। আলু সবাই খায়। আমরা ছোটবেলায় বদমায়েশি করে কুকুরের পিছনে পেট্রল দিয়ে দিতাম। এখন তৃণমূল নেতাদের ধরে তাদের পিছনে একটু পেট্রল দিয়ে দিন। কেমন দৌড় দেবে দেখুন। আর লোকে জিজ্ঞাসা করবে কেমন মজা? তোমাদের কোনও যোগ্যতা নেই। পেট্রল ছেড়ে দাও।আলু, ঢ়্যাড়শের দাম কমাতে পারছো না। পেট্রল তো অনেকদূর।?’

আরও পড়ুন: Berhampore Murder: ‘তুই বললে বিষ খেয়ে মরে যেতাম’, ভাইরাল সুতপাকে শেষ ভিডিয়ো সুশান্তর

দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরোধিতায় সরব তৃণমূল। বিজেপি নেতার সমালোচনায় সরব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই মন্তব্যকে অত্যন্ত কুরুচিকর বলে কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “এটি সুস্থ রাজনীতিকের মন্তব্য হতে পারে না। পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। রোজ সকালে আয়নায় যে প্রাণীর মুখ দেখেন তেমনই কথা বলেছেন দিলীপ ঘোষ।

উল্লেখ্য, হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। শাকসবজি থেকে আলুর দাম বাড়ছে ক্রমশ। মুরগির মাংসের দামও প্রায় লাগামছাড়া। পেট্রল, ডিজেল কিংবা রান্নার গ্যাসের দাম নিয়ে নতুন করে বলার কিছুই নেই। মাথায় হাত গৃহস্থের। বেলাগাম মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে তরজা লেগেই রয়েছে।

আরও পড়ুন: Cyclone Asani: দুর্বল ‘অশনি’ রবিবার পর্যন্ত ভেজাবে বাংলাকে, কবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে?