যতটা গর্জেছিল, ততটা বর্ষায়নি ‘অশনি’। ঘূর্ণিঝড়ের শক্তি কমে গেছে, বদলে গেছে অভিমুখও। কিন্তু আবহবিদরা জানাচ্ছেন, এই অশনির জেরেই গতি বেড়েছে মৌসুমি বায়ুর। তাই এ বছর সময়ের আগেই রাজ্যে বর্ষা (Rainy Weather) আসতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, অশনির জেরে ইতিমধ্যেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার, ১৫ মে আন্দামান সাগরে পৌঁছবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের নির্ধারিত দিন ২২ মে। অশনির প্রভাবে কি তবে আগাম বর্ষায় ভিজবে বাংলা (Rainy Weather)!
আরও পড়ুন: Wheat Price Hike: রেকর্ড উচ্চতায় আটার দাম, মাথায় হাত মধ্যবিত্তের
তবে পাশাপাশি, উত্তর-পূর্ব ভারত ফের তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বলেও সতর্ক করেছে মৌসম ভবন। ইতিমধ্যেই রাজস্থানের বারমেরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র মিলিয়ে কমপক্ষে ২৯টি শহরে বৃহস্পতিবার তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়ে যায়। উত্তর ভারতের বহু জায়গাতেই প্রবল দাবদাহ চলছে।
রাজধানী দিল্লিতেও তাপমাত্রার ৪৪-৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। ফের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লির বহু অংশে। সফদরজং, নজফগড়, মুঙ্গেশপুর, পিতমপুরাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। এমতাবস্থায় শুক্র ও শনিবার রাজধানীতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
আরও পড়ুন: মহিলাকে ধর্ষণের পর খুন, মৃতদেহের সঙ্গেও যৌনাচার! গ্রেপ্তার যুবক