বয়স হয়ে গিয়েছে। এই অজুহাত দেখিয়ে লালকৃষ্ণ আদবানি থেকে মুরলীমনোহর যোশি–সহ দলের প্রবীণ নেতাদের রাজনীতির বানপ্রস্থে পাঠিয়েছেন তিনি। অথচ ‘আপনি আচরি ধর্ম পরেরে শিখাও’ এই আপ্তবাক্য নিজের ক্ষেত্রে মানতে নারাজ নরেন্দ্র মোদী। যেখানে দল ও সরকারে নতুন প্রজন্মকে তুলে আনার বার্তা দেওয়া হচ্ছে সেখানে নরেন্দ্র মোদী ২০২৪ সালের লোকসভা নির্বাচন জিতে এলেও প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিতে নারাজ।
প্রধানমন্ত্রীর বিষয়টি ঠিক কী? প্রধানমন্ত্রী নানা সভা–সমাবেশে বলে থাকেন, ‘আমার কোনও পদের লোভ নেই। যে কোনও সময় কাঁধে ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব’। কিন্তু দেখা যাচ্ছে, কথার সঙ্গে বাস্তবের মিল নেই। এবার তিনি বুঝিয়ে দিলেন, ২০২৪ সালেও তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিচ্ছেন না। নিজের অভিজ্ঞতা বর্ণনার আড়ালে তিনি দল ও যোগী আদিত্যনাথকে বার্তা দিলেন, তৃতীয়বার প্রধানমন্ত্রী পদের দৌড় থেকে সরে যাওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
আগামী লোকসভা নির্বাচনের সময়ে মোদীর বয়স হবে চুয়াত্তর। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে জিতে এলে তিনি প্রধানমন্ত্রী থাকতে চান, এমন ইঙ্গিত বৃহস্পতিবার দিয়েছেন মোদী নিজেই। বলেছেন, ‘‘সম্প্রতি একটি বিরোধী দলের এক জন বড় নেতার সঙ্গে দেখা হয়েছিল। উনি বললেন, মোদীজি, এই দেশের মানুষ আপনাকে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। আর কী চান?’’ এর পরেই মোদী বলেন, ‘‘ওঁর মতে, কেউ দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেই তো সব কিছু পাওয়া হয়ে গেল। কিন্তু মোদী অন্য ধাতু দিয়ে তৈরি। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নয়। আমার স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলিকে ১০০ শতাংশ সফল করে তোলা।’’ সেই ‘বড়’ বিরোধী নেতার নাম তিনি প্রকাশ্যে আনেননি। তবে অনেকেরই ধারণা তিনি এনসিপি প্রধান শরদ পওয়ার।
তবে কে মোদীকে এই কথা বলেছিলেন, তার থেকেও বড় জল্পনার বিষয়, তাঁর ভবিষ্যতে বিশ্রাম নিতে না-চাওয়ার বার্তা। মোদীর ঘনিষ্ঠ শিবির চায়, পরের ভোটে জিতলে তিনিই ফের প্রধানমন্ত্রী থাকুন। আবার দলের ছোট অংশ মনে করে, রাষ্ট্রপতির মতো পদে যাওয়া উচিত মোদীর। তবে সূত্রের মতে, আলঙ্কারিক কোনও পদ মোদী চাইবেন না। বরং চাইবেন তিন দফার প্রধানমন্ত্রিত্ব সম্পূর্ণ করে নেহরুর সঙ্গে একাসনে বসতে।
আরও পড়ুন: Kerala: তিন বারের কাউন্সিলর, অবসরপ্রাপ্ত শিক্ষক! ৬০ ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগ গ্রেফতার CPIM নেতা