Madhyamik Exam Results 2022: Secondary results in the first week of June!

Madhyamik Exam Results 2022: জুনের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফলাফল! শেষের পর্যায়ে কাজ

জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। অন্তত তেমনটাই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত করে ফেলেছে মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর ইতিমধ্যেই ৯৯ শতাংশের বেশি নম্বর জমা পড়েছে পর্ষদে। সে ক্ষেত্রে আর কিছু নম্বর জমা পড়া বাকি থাকলেও তা ও দ্রুত জমা পড়ে যাবে। আর তাই জুনের প্রথম সপ্তাহ পর্ষদ ফল প্রকাশ করলে খুব একটা সমস্যা হবে না বলেই মত পর্ষদের আধিকারিকদের। গোটা বিষয়টি নিয়েই রাজ্য স্কুল শিক্ষা দফতরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু হয়েছে পর্ষদের বলেই সূত্রের খবর।

এবার কি মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হবে?

সূত্রের খবর, করোনাভাইরাস পরিস্থিতির জন্য গতবার মেধাতালিকা ঘোষণা করা না হলেও এবার আগের মতোই ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ মেধাতালিকা প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।

কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল (WB Class X Results 2022) জানা যাবে?

১) www.wbbse.wb.gov.in

২) wbresults.nic.ইন

কীভাবে মাধ্যমিকের রেজাল্ট (WB Class 10th Results 2022) দেখতে হবে?

১) wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in সাইটে যেতে হবে।২) ‘WBBSE class 10th Results’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

৪) ‘Submit’-এ ক্লিক করতে হবে।

৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখাবে।

৫) ভবিষ্যতের জন্য তা ডাউনলোড করে রাখা ভালো।

ফল প্রকাশের দিন এই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা কবে হবে তা ঘোষণা করা হতে পারে। এবারের মাধ্যমিক পরীক্ষা তে সিলেবাস কমানো হয়েছিল। তবে আগামী বারের মাধ্যমিক পরীক্ষা তে পুরো সিলেবাস এর উপরেই পরীক্ষা হবে তেমনটাই পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে।