calcutta high court dismissed tmc candidate of bongao dakshin alorani sarkar apply

বাংলাদেশি নাগরিককে বিধানসভা নির্বাচনে প্রার্থী! হাইকোর্টে ‘মুখ পুড়ল’ আলোরানির

কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন বনগাঁ দক্ষিণের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী আলোরানি সরকার (Alo Rani Sarkar)। বিজেপির (BJP) বিরুদ্ধে করা তাঁর ইলেকশন পিটিশন খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিবেক চৌধুরী।

আদালতে স্বপনবাবুর আইনজীবী জানান, আলোরানি সরকার আসলে বাংলাদেশি নাগরিক। তাঁর ভারতীয় নথিও রয়েছে। তাঁর বিয়ে হয়েছে বাংলাদেশে। তাঁর স্বামী বাংলাদেশের নাগরিক ও বাসিন্দা। কী ভাবে দ্বৈত নাগরিকত্ব রাখা এক ব্যক্তিকে তৃণমূল প্রার্থী করল তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে এই দেশের নাগরিকত্ব রাখতে গেলে অন্য সমস্ত নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ফলে ভারতীয় হিসাবে দ্বৈত নাগরিকত্ব রাখা অসম্ভব। সেই কাজই আলোরানি করেছেন বলে জানিয়েছে আদালত।

বিচারপতি জানান, দ্বৈত নাগরিকত্ব থাকলে কোনও ব্যক্তি নিজেকে ভারতীয় বলে দাবি করতে পারেন না। সেটা বেআইনি। শুধু প্রার্থী করাই নয়, বিধানসভা নির্বাচনের আগে আলোরানিকে বনগাঁ সাংগঠনিক জেলার সভানেত্রীও করেছিল তৃণমূল। সম্প্রতি দলের সাংগঠনিক রদবদলে তাঁকে সরিয়ে গোপাল শেঠকে সেই দায়িত্ব দেওয়া হয়। এব্যাপারে কোনও মন্তব্য করেনি তৃণমূল নেতৃত্ব। দ্বৈত নাগরিকত্ব রাখা আলোরানির বিরুদ্ধে আদালত এবার কী পদক্ষেপ করে সেদিকে নজর সবার। ২০১৯-এর লোকসভা ভোটের আগেও বাংলাদেশি অভিনেতাদের দিয়ে ভোটের প্রচার করে বিপাকে পড়েছিল শাসকদল।