Suhana Khan takes us inside her 22nd birthday bash

Suhana Khan: দোতলা চকোলেট কেক, বেলুনের সাজ – দেখুন সুহানার জন্মদিনের ছবি

গত রবিবার ছিল শাহরুখ কন্যা সুহানার জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সুহানা শেয়ার করেছেন তাঁর জন্মদিনের বেশ কিছু ছবি। কেক থেকে ফুল কিছুই বাদ ছিল না সুহানার জন্মদিনে। বন্ধুদের সঙ্গে জমজমাট পার্টি করে নিজের বিশেষ দিনটা কাটিয়েছেন কিং খান কন্যা। উন্মুক্ত কাঁধ, কমলা রঙের বডি হাগিং পোশাকে নেটমাধ্যমে ছবি শেয়ার করেছেন শাহরুখ তনয়া।

তাঁর জন্মদিনের কেকটা এতই সুস্বাদু ছিল যে, ভুলতে পারছেন না কেউ। যাঁরা ২২মে পার্টিতে উপস্থিত ছিলেন, তাঁরা তারিফ করেছেন সেই চকোলেট কেকের। ক্যারামেল, চকলেট আর লাল চেরিতে সুসজ্জিত দোতলা কেকের ছবি ইনস্টাগ্রামে নিমেষে ভাইরাল! দেখে দেখে আশ মিটছে না ভক্তদের। ‘অপূর্ব!’, ‘সুস্বাদু’ মন্তব্যের জোয়ার বইছে নীচে। তারকা এবং সুহানার বন্ধুদের মধ্যে যাঁরা জন্মদিনে উপস্থিত ছিলেন লিখলেন, ‘চকোলেটময় জন্মদিন! খুব আনন্দ হল।’

আরও পড়ুন: Laal Singh Chaddha: আমিরের নয়া প্রচার চমক, আইপিএলের ফাইনালে মুক্তি পাবে ট্রেলার

 

View this post on Instagram

 

A post shared by Suhana Khan (@suhanakhan2)

এক সপ্তাহ আগেই বলিউডে অভিষেক হয়েছে বাদশা-কন্যার। সেই কারণে এ বারের জন্মদিনে পরিবারের খুশির আমেজ ছিল আলাদাই। জোয়া আখতারের প্রযোজনায় ওটিটি মঞ্চে আসতে চলেছে ‘দ্য আর্চিজ’। জনপ্রিয় আর্চির কমিকস অবলম্বনে সেই ছবি মুক্তি পাবে ২০২৩ সালে। যাতে ভেরোনিকার চরিত্রে অভিনয় করছেন সুহানা। মেয়ে যে বাবার পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে আসছেন, এতে খুশি এসআরকে অনুরাগীরাও।

আরও পড়ুন: Samantha Ruth – Vijay Deverakonda: সেতু থেকে গভীর নদীতে পড়ল গাড়ি! গুরুতর চোট পেলেন সামান্থা ও বিজয়?