The mother elephant walked 8 km carrying the dead cub, tears in the eyes of the eyewitnesses

Elephant Child death: মৃত শাবককে শুঁড়ে তুলে ৮ কিমি হাঁটল মা হাতি, চোখে জল প্রত্যক্ষদর্শীদের

মৃত সন্তানকে (Elephant Calf) শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি (Elephant)। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে (Ambari Tea Estate)।

ডুয়ার্সের চুনাভাটি চা বাগানে দু’ দিন আগে ঢুকে পড়ে একটি হাতির দল। এর পর সম্ভবত গতকাল রাতে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান, একটি মা হাতি শুঁড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে। শাবকটির নিথর দেহ মাঝেমধ্যেই মাটিতে পড়ে যাচ্ছিল৷ তা সত্ত্বেও কোনওক্রমে সেই দেহকেই শুঁড়ে জড়িয়ে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল মা হাতিটি৷

প্রায় ৮ কিলোমিটার পথ যেতে যেতে বাচ্চাকে মাটিতে কখনও রাখছে আবার কখনও আদর করছে সে।এভাবেই রেড ব্যাংক চা বাগানে গিয়ে দাঁড়ায় মা হাতিটি। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে অপেক্ষায় ছিল দলের বাকি সদস্যরা।তবে সন্তান যে নেই, তা বোধ হয় বুঝতে পারছে মা হাতিটি৷ বাগানের একটি ছোট জলের ট্যাঙ্ক থেকে জল পান করার পর সেটিকে তুলে আছাড় মারে সে৷ এর পর একটি সাইকেলকে সামনে দেখেও সেটিকে আছাড় মারে হাতিটি৷

আরও পড়ুন:  Khardah: বৌয়ের বান্ধবীকে প্রেমের প্রস্তাব, উদ্ধার স্বামীর মুণ্ডহীন দেহ

হাতির বাচ্চার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের (Binnaguri Wild Life Squad) একটি দল। মৃতদেহ উদ্ধার করতে যায় দলটি। কিন্তু হাতিটি রেডব্যাঙ্ক টি এস্টেটে চলে যায়। বন দফতর সূত্রে খবর ওই হস্তিশাবকটির মা সহ ৩০-৩৫ টি হাতির দল চা বাগানের জঙ্গলেই রয়েছে। মৃত সন্তানের প্রতি এক অবলা প্রাণীর এই স্নেহ দেখে একদিকে স্থানীয় বাসিন্দারা যেমন হতবাক, তেমনই চোখের সামনে এই মর্মান্তিক দৃশ্য দেখে মন খারাপ তাঁদের৷

বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান, যতক্ষণ না মা তার মৃত সন্তানকে রেখে চলে যায় ততক্ষণ অপেক্ষা করাই নিয়ম। তারপরই হস্তিশাবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। রিপোর্ট হাতে আসার পর সদ্যোজাত হস্তিশাবকের মৃত্যুর কারণ স্পষ্ট হবে। গত বছরও এমনই একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন বৈকন্ঠপুর বন বিভাগের কর্মীরা। গৌরিকোন এলাকায় মৃত শাবককে ঘিরে তিনদিন দাঁড়িয়ে ছিল দশটি হাতির একটি দল। তিনদিন পর হাতির দলটিকে সরিয়ে শাবকের দেহ সৎকারের ব্যবস্থা করেন বনকর্মীরা।

আরও পড়ুন: Bandel Station: আজ বেলা ৩ টে থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ ব্যান্ডেল স্টেশন, ভোগান্তির আশঙ্কা