IPL 2022 Qualifier 2: Royals beat RCB Royals won by 7 wickets RCB vs Royals

IPL 2022 Qualifier 2: আরও একবার ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ RCB-র, ফাইনালে রাজস্থান

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের নিয়ে একেবারে ছেলেখেলা করলেন জস বাটলার। আর তাঁর অপরাজিত শতরানের সুবাদেই ২০০৮ সালের পর ফের একবার আইপিএল-এর মেগা ফাইনালে পা রাখল রাজস্থান রয়্যালস। ২৯ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ জেতার জন্য ফাইনালে খেলতে নামবে রাজস্থান।

বিরাট কোহলির (Virat Kohli) স্বপ্নভঙ্গ। স্বপ্নভঙ্গ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও (Royal Challengers Bangalore)। এবারও আইপিএলের (IPL 2022) ফাইনালে পৌঁছতে পারল না তারা। ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে শুক্রবার মোতেরায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হয়েছিল আরসিবি। আশায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা। কিন্তু তাঁদের সেই আশা শেষমেশ পূর্ণ হয়নি। রাজস্থান ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল। ইডেনে সেঞ্চুরি করে আরসিবি-কে জিতিয়েছিলেন রজত পাতিদার। এদিন রাজস্থানের জস বাটলার বিধ্বংসী ব্যাট করলেন। সেঞ্চুরি হাঁকালেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত আরসিবি বোলারদের শাসন করে গেলেন বাটলার। এবারের মেগা টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে বাটলার। চারটি পঞ্চাশ, চারটি সেঞ্চুরি তাঁর নামের পাশে লেখা।

২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে প্রথমবার এই মেগা প্রতিযোগিতা জিতেছিল রাজস্থান। এরপর গত ১৪ বছরে একবারও ফাইনালে যেতে পারেনি রাজস্থান। তবে এ বার শুরু থেকেই ছন্দ বজায় রেখে ফাইনালের টিকিট অর্জন করল সঞ্জু স্যামসনের দল। জিতলেই ফাইনালের টিকিট পাকা। এই পরিস্থিতিতে রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান বোর্ডে তুলল আরসিবি। দুরন্ত বোলিং করলেন রাজস্থানের বোলাররা। তবে আরসিবির হয়ে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন রজত পাতিদার।

আরও পড়ুন: মাত্র ৪৬-এ সড়ক দুর্ঘটনায় প্রাণ খোয়ালেন প্রাক্তন অজি তারকা অ্যান্ড্রু সাইমন্ডস

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ দিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সঞ্জু। আরসিবির হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসি। আগের ম্যাচে ২৫ রান করেছিলেন। এ দিন গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন কিং কোহলি। এরপর রজত পাতিদারকে সঙ্গে নিয়ে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ফাফ ডু প্লেসি। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন ফাফ। তবে রজত পাতিদার ছিলেন আগের ম্যাচের মেজাজেই। ঠিক যেখানে শেষ করেছিলেন ইডেনে, সেখান থেকেই শুরু করেছিলেন এদিন। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

তবে রজত বাদে বাকি কেউই এ দিন সেভাবে রান পাননি। ম্যাক্সওয়েল ২৪ রান করে আউট হন। ১২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। রাজস্থান বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ওবেদ ম্যাকওয়ে। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। ৩ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ১টি করে উইকেট নেন বোল্ট ও অশ্বিন। চাহাল যদিও কোনও উইকেট পাননি।

আরও পড়ুন: World Boxing Championships : ব্যঙ্গ করেছিলেন মেরি কম, বিশ্বসেরা হয়ে জবাব দিলেন নিখাত