Nusrat cooks bhog at Kali Puja opening of Basirhat shoshan Kali mandir

Nusrat Jahan: ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তির জেরে বসিরহাটে ফের ‘সক্রিয়’ নুসরত, রাঁধলেন কালী মন্দিরের ভোগ

পরনে অফ হোয়াইট-লাল সিল্কের শাড়ি, পরিপাটি করে বাঁধা চুল- বিশাল খুন্তি হাতে নিয়ে মায়ের ভোগ রান্নায় ব্যস্ত অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। শনিবার বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় শামিল হলেন সাংসদ। শুধু পুজোর উদ্বোধন করেই থেমে থাকলেন না তিনি, সেখানকার ঘরের মেয়ে হয়ে পুজোর ভোগ রান্নায় হাতও লাগালেন নুসরত জাহান।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নুসরতের কালী মায়ের ভোগ রান্নার ভিডিও ভাইরাল। বিশাল কড়াইয়ে খুন্তি নাড়িয়ে নুসরত রাঁধছেন খিচুড়ি। তাঁকে দেখে যেন ‘দশভূজা’ই মনে হচ্ছে। রান্নার মাঝে আবার ভক্তদের জিজ্ঞেসও করেছেন, ‘পেরেছি?’ চারিপাশ থেকে জবাব আসে- ‘হ্যাঁ, দিদি পেরেছেন। ধন্যবাদ দিদি’।

আরও পড়ুন: Mt Lhotse : মাথায় ঋণের পাহাড় নিয়ে এ বার লোৎসের চূড়ায় এভারেস্ট জয়ী পিয়ালির

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বসিরহাট কলেজের সংস্কার ও উন্নয়নের কাজ কেমনভাবে এগোচ্ছে, তা দেখতে পৌঁছে গিয়েছিলেন তিনি। শনিবার আবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে বসিরহাটে গিয়েছিলেন তিনি। এদিন টাকি পুরসভায় বৈঠক করেন নুসরত, এরপর টাকিতে একটি সেলফি পয়েন্টের উদ্বোধন সারেন। সেখানে লেখা রয়েছে ‘আই লাভ টাকি’। পর্যটকদের অন্যতম আকর্ষণের জায়গা টাকি আরও একটু আকর্ষণীয় হয়ে উঠল এই সেলফি পয়েন্টের মাধ্যমে।

দিন কয়েক আগেই গোটা বসিরহাট ছেয়ে গিয়েছিল সাংসদ নুসরত জাহানের ‘নিখোঁজ’ পোস্টারে। এরপরই নাকি খানিকটা নড়েচড়ে বসেছেন সাংসদও। এবার জন্মদিন কাটিয়েছেন বসিরহাটে। পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে ঘনঘন হাজির হচ্ছেন সেখানে। ‘নিখোঁজ’ পোস্টারের পর রাজনীতিতে নুসরতকে ফের সক্রিয় দেখে যারপরনাই আপ্লুত তাঁর ভক্তরা।

আরও পড়ুন: Bankura: নদীর ধারে মিলল রহস্যময় সুড়ঙ্গ, ভিতরে কি গুপ্তধন? রহস্য ঘনাচ্ছে বাঁকুড়ায়