প্রকাশিত হল 2021 সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ( Union Public Service Commission) বা UPSC-এর ফলাফল। গোটা দেশে UPSC এর ফলাফলের ভিত্তিতেএক থেকে তিন, অর্থাৎ UPSC পরীক্ষার টপ থ্রি এর তিনজনেই মহিলা।
এবার পরীক্ষায় শীর্ষ স্থান অধিকার করছেন শ্রুতি শর্মা। শ্রুতি সেন্ট স্টিফেনস কলেজ ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া আবাসিক কোচিং অ্যাকাডেমিতে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন।
দ্বিতীয় স্থান- অঙ্কিতা আগরওয়াল
তৃতীয় স্থান – গামিনী সিঙ্গলা
চতুর্থ স্থান – ঐশ্বর্ষ ভার্মা
পঞ্চম স্থান – উত্তর্ক দ্বিবেদী
ষষ্ঠ স্থান – যক্ষ চৌধুরী
সপ্তম স্থান – সম্যক এস জৈন
অষ্টম স্থান – ইশিতা রাঠি
নবম স্থান – প্রীতম কুমার
দশম স্থান – হরকিরাত সিং রনধাওয়া
আরও পড়ুন: Railway Recruitment : মাধ্যমিক পাশ করলেই রেলে চাকরির সুযোগ, কীভাবে আবেদন করবেন ? জেনে নিন…
তালিকা পড়লেই দেখা যাচ্ছে প্রথম দশের মধ্যে প্রথম চারজনেই মহিলা। সেরা দশে পাঁচজন মহিলা এবং পাঁচজন পুরুষ। মহিলাদের এই পারফরমেন্স দেশের মান যে আরও বাড়াবে তাতে সন্দেহ নেই। তবে গোটা তালিকায় বাংলা থেকে একজনেরও না থাকাটা চিন্তার।
UPSC CSE এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছিল 2021 সালেরর অক্টোবর মাসের 10 তারিখ। এই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল অক্টোবর মাসেরই 29 তারিখ৷ 2022 সালের জানুয়ারি মাসের 7-16 তারিখ UPSC মেইন্স পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই রেজাল্ট বেরোয় মার্চ মাসের 17 তারিখ। এরপর UPSC এর একেবারে শেষ ক্ষেত্র অর্থাৎ ইন্টারভিউ পর্ব শুরু হয়। এই ইন্টারভিউ পর্ব শুরু হয়েছিল এপ্রিল মাসের 5 তারিখ থেকে এবং চলেছিল মে মাসের 26 তারিখ পর্যন্ত।
কী ভাবে এই পরীক্ষার ফলাফল চেক করবেন? বিস্তারিত দেখে নিন
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চান- upsc.gov.in
- UPSC Civil Service Final Result 2021 লেখা লিংকে ক্লিক করুন।
- PDF ফর্মাটে স্ক্রিনে রেজাল্ট আসবে।
- প্রিন্ট আউট নিতে পারেন ভবিষ্যতের জন্য।
আরও পড়ুন: High Madrasah Result 2022:শীর্ষস্থানে সারিফা খাতুন, প্রথম দশে মালদার ৬, সেরা দশে রয়েছেন ১৫ জন