Satyendar Jain, Delhi health minister, arrested by ED in money laundering case

Satyendar Jain : অর্থ পাচারের অভিযোগ, ED-এর হাতে গ্রেফতার কেজরিওয়ালের স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে এই ঘটনায় কলকাতা যোগের কথাও সামনে আসছে। কলকাতার একটি সংস্থার সঙ্গে হাওয়ালা লেনদেনে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কলকাতার একটি কোম্পানির সঙ্গে তিনি হাওয়ালা লেনদেন করতেন।

আরও পড়ুন: ব্যাপক ধাক্কা কংগ্রেসে ! দল ছাড়লেন কপিল সিব্বল, যোগ সমাজবাদী পার্টিতে

গত মাসেই ইডির কাছে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যেখানে কেজরিওয়ালের মন্ত্রীর পরিবার ও কোম্পানির নামে ৪.৮১ কোটির সম্পত্তি তালিকাভুক্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে আম আদামি সরকারের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পোর্টফোলিও রয়েছে সত্যেন্দ্র জৈনের নামে। একাধারে স্বাস্থ্য ছাড়াও বিদ্যুৎ, গৃহ, পিডব্লিউডি, শিল্প, নগরোন্নয়ন, বন্যা, সেচ ও জল মন্ত্রীর দায়িত্বে রয়েছেন জৈন।

এদিকে ২০১৮ সালে ইডি আপের নেতৃত্বকেও এই ঘটনায় জেরা করেছিল। গত জানুয়ারিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, গোয়েন্দা রিপোর্ট বলছে পঞ্জাব ভোটের আগেই জৈনকে গ্রেফতার করবে ইডি। তবে ওয়াকিবহাল মহলের মতে, এবার সত্যিই তিনি গ্রেফতার হয়েছেন। তবে সেটা পঞ্জাব দখলের পরে।

বিস্তারিত আসছে…

আরও পড়ুন: PM Cares Fund: ‘পিএম কেয়ার ফর চিলড্রেন স্কিম’ কী? জেনে নিন কারা, কীভাবে পাবে এই সুবিধা?