next year hs exam will started on 14 th march

WB HS 2023: আগামী বছর পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসেই, তারিখ-পরীক্ষাকেন্দ্র নিয়ে বড় ঘোষণা সংসদ সভাপতির

আগামী বছরের উচ্চমাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক (Higher Secondary) শুরু হবে ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত।

কোভিডের কারণে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। নির্দিষ্ট ফর্মুলাতে মূল্যায়ন হয়েছিল পরীক্ষার্থীদের। এই আবহে এবছর কোভিড ঝুঁকির কথা মাথায় রেখে হোম সেন্টারেই পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছিল সংসদ। এর জেরে প্রায় সাড়ে ছয় হাজার স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। রাজ্যের সব উচ্চমাধ্যমিক স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক খরচ বেড়েছে সংসদের। কারণ নকল রুখতে প্রতিটি সেন্টারে ভেনু সুপারভাইজার নিয়োগ করা হয়। অতিরিক্ত পরীক্ষকও নিয়োগ করা হয়। তবে বর্তমানে কোভিড নিয়ন্ত্রণে থাকায় এই খরচে রাশ টানতে চাইছে সংসদ।

জানা গিয়েছে, আগামী বছর পরীক্ষা হবে পূর্ণ সিলেবাসে। পুরনো পদ্ধতিতে অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। করোনা পরিস্থিতিতে চলতি বছরে নিজের স্কুলেই পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। কাঁটছাট করা হয়েছিল সিলেবাসও।

আরও পড়ুন: হাত কেটে নিয়েছে স্বামী! আদৌ সরকারি চাকরিতে যোগ দিতে পারবেন কেতুগ্রামের নার্স?

আগামী বছর উচ্চমাধ্যমিকের সিলেবাস নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। কারণ, চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে। গরমের ছুটি ২২ দিনের জায়গায় বেড়ে হয়েছিল ৪৫ দিন। এরমধ্যে হোম সেন্টারে উচ্চমাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছুদিন। এরফলে দশম এবং দ্বাদশের ক্লাস প্রায় তিন মাস অতিরিক্ত বন্ধ থেকেছে। সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্দিহান ছিলেন শিক্ষকরা।

এদিকে গত বছর সিলেবাসে কাঁটছাট করায় আগামী বছর কী হবে তা বোঝা যাচ্ছিল না। সংসদের তরফেও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, “করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্নাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কিনা। অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলাবাস করলে উচ্চমাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে। না হলে ইনজাস্টিস হবে।” শুক্রবার চিরঞ্জীব ভট্টাচার্য জানালেন, পুরো সিলেবাসেই হবে পরীক্ষা। এছাড়া আগামী বছর থেকে ভোকেশনালের ক্ষেত্রে আরও ৪ টি বিষয় যোগ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে, বিউটি ও কৃষি।

আরও পড়ুন: Weather Today: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু, গরম থেকে রেহাই মিলবে?