মহানবী হজরত মহম্মদ সা:-কে নিয়ে নূপুর শর্মাসহ দুই বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মুসলিম দেশগুলোর পর যুক্তরাষ্ট্র নূপুরের বিরোধিতা করায় ভারতের ওপর আরো চাপ বাড়ল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায়।মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজেপির দুই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাই। তবে বিজেপি প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা করায় আমরা সন্তুষ্ট।’ নেড প্রাইস আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ মানবাধিকারসংক্রান্ত উদ্বেগের বিষয়ে আমরা উচ্চপর্যায়ে ভারত সরকারের সঙ্গে নিয়মিতভাবে কাজ করি। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমরা ভারতকে উৎসাহিত করি।’
ভারতে সংখ্যালঘুদের অধিকার তথা মানবাধিকার নিয়ে ইতিপূর্বে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। জুনেই যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক বিষয়ে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্টে ভারতে সংখ্যলঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়। সেই রিপোর্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতকে লক্ষ্য করে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে। এ ধরনের হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এসব হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বিজেপি মুখপাত্র হিসেবে নূপুর শর্মা ২৬ মে টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এরপর বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম বিষয়ক প্রধান নবীন জিন্দাল এক টুইট বার্তায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এরপরেই মুসলিম দেশগুলোতে তীব্র সমালোচনা শুরু হয়। কূটনৈতিক সঙ্কটের একপর্যায়ে দুই নেতাকে বহিষ্কার করে বিজেপি।
উপায়ন্তর না দেখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর শর্মা। নবীন জিন্দালও তার করা টুইট সরিয়ে নেন। ইমেজ রক্ষার তাগিদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘দুই নেতা যা বলেছেন, সেটা তাদের নিজস্ব মত। এটা ভারত সরকারের মনোভাব নয়। ভারত সরকার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’
Nupur Sharma comment row: US condemns remarks on Prophet made by BJP officials
Prophet Row: পয়গম্বর বিতর্কে আসরে মার্কিন যুক্তরাষ্ট্র, নূপুর শর্মার মন্তব্যের কড়া নিন্দা
মহানবী হজরত মহম্মদ সা:-কে নিয়ে নূপুর শর্মাসহ দুই বিজেপি নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মুসলিম দেশগুলোর পর যুক্তরাষ্ট্র নূপুরের বিরোধিতা করায় ভারতের ওপর আরো চাপ বাড়ল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এই নিন্দা জানায়।মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজেপির দুই কর্মকর্তার আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাই। তবে বিজেপি প্রকাশ্যে এই মন্তব্যের নিন্দা করায় আমরা সন্তুষ্ট।’ নেড প্রাইস আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতাসহ মানবাধিকারসংক্রান্ত উদ্বেগের বিষয়ে আমরা উচ্চপর্যায়ে ভারত সরকারের সঙ্গে নিয়মিতভাবে কাজ করি। মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বাড়াতে আমরা ভারতকে উৎসাহিত করি।’
আরও পড়ুন: Mona Lisa: মহিলার ছদ্মবেশে ভিঞ্চির ‘মোনালিসা’র উপর হামলা, কিন্তু কেন?
ভারতে সংখ্যালঘুদের অধিকার তথা মানবাধিকার নিয়ে ইতিপূর্বে সরব হয়েছে যুক্তরাষ্ট্র। জুনেই যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক বিষয়ে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত একটি রিপোর্টে ভারতে সংখ্যলঘু ধর্মীয় গোষ্ঠীর অধিকার লঙ্ঘনের বিষয় উল্লেখ করা হয়। সেই রিপোর্টকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন ভারতকে লক্ষ্য করে বক্তব্য দেন। তিনি বলেন, ভারতের ধর্মীয় স্থানগুলো আক্রান্ত হচ্ছে। এ ধরনের হামলার পরিমাণ দিন দিন বাড়ছে। ভারতীয় কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবে এসব হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, বিজেপি মুখপাত্র হিসেবে নূপুর শর্মা ২৬ মে টেলিভিশন বিতর্কে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন তিনি। এরপর বিজেপির দিল্লি শাখার তৎকালীন গণমাধ্যম বিষয়ক প্রধান নবীন জিন্দাল এক টুইট বার্তায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। এরপরেই মুসলিম দেশগুলোতে তীব্র সমালোচনা শুরু হয়। কূটনৈতিক সঙ্কটের একপর্যায়ে দুই নেতাকে বহিষ্কার করে বিজেপি।
উপায়ন্তর না দেখে নিজের বক্তব্য প্রত্যাহার করেন নূপুর শর্মা। নবীন জিন্দালও তার করা টুইট সরিয়ে নেন। ইমেজ রক্ষার তাগিদে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘দুই নেতা যা বলেছেন, সেটা তাদের নিজস্ব মত। এটা ভারত সরকারের মনোভাব নয়। ভারত সরকার সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।’
আরও পড়ুন: UAE-India Relations: নূপুর-মন্তব্যের জের! ভারতের গমে সংযুক্ত আরব আমিরশাহির নিষেধাজ্ঞা