ট্রেলার প্রকাশের পরই রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmāstra) সিনেমা নিয়ে আপত্তি তোলেন নেটিজেনদের একাংশ। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় অভিযোগের জবাব দিলেন পরিচালক (Ayan Mukerji)। জানিয়ে দেন, কোনও আপত্তিকর দৃশ্য তাঁর ছবিতে নেই।
দিন চারেক আগে মুক্তি পায় ‘ব্রহ্মাস্ত্র’র ওই প্রচার ঝলক। তার পরেই তুমুল শোরগোল এবং ছবি বয়কটের ডাক। মুম্বই সংবাদমাধ্যমের খবর, দর্শকদের একাংশের দাবি, ঝলকের একটি দৃশ্যে দেখা যাচ্ছে নায়ক রণবীর কপূর জুতো পায়ে মন্দিরে ঢুকছেন। এর জেরে হিন্দু ধর্মের প্রচলিত রীতি ও বিশ্বাসের অবমাননার অভিযোগ তুলে বিতর্ক শুরু হয়। অনুরাগীদের উদ্দেশে তারই ব্যাখ্যা দিয়েছেন অয়ন। তাঁর দাবি, মন্দির নয়, ওই দৃশ্যে রণবীর জুতো পায়ে দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকছেন।
আরও পড়ুন: Sushant Singh Rajput: ‘প্রতিদিন তোমাকে মিস করি’, সুশান্তের মৃত্যুবার্ষিকীতে অদেখা ছবি পোস্ট রিয়ার
পরিচালক নিজে হিন্দু এবং বাঙালি। তিনি স্পষ্টই জানান, ধর্মীয় রীতিতে হিন্দুরা জুতো পায়ে মন্দিরে ঢোকে না। কিন্তু পুজো প্যান্ডেল একটি শিল্পকর্ম। সেখানে সাধারণত সকলে জুতো পায়ে দিয়েই ভিতরে ঢোকে। এই প্রসঙ্গে নিজের অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। বলেছেন, ‘‘আমার নিজের পরিবারই গত ৭৫ বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করে আসছে। আমিও ছোটবেলা থেকে তাতে সামিল হয়ে আসছি। মণ্ডপের যে অংশে প্রতিমা থাকে, শুধুমাত্র সেখানেই জুতো খোলা হয়। প্যান্ডেলে আমরা জুতো পরেই ঢুকেছি বরাবর।’’
অয়নের আরও দাবি, ভারতের ইতিহাস-সংস্কৃতি-ঐতিহ্যের প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপই এই ছবি তৈরি করেছেন তিনি। তাই হিন্দু ধর্মকে অবমাননার কোনও প্রশ্নই ওঠে না। উল্লেখ্য, মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের ছেলে অয়ন। রানি মুখোপাধ্যায় ও কাজলের আত্নীয় তিনি।
আরও পড়ুন: Don 3: এক সঙ্গে শাহরুখ-কাজল-অমিতাভ! বিগ বি-র পোস্টে শুরু জল্পনা