অবশেষে স্বপ্নপূরণ হল রেণুর ৷ মঙ্গলবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে গিয়ে নার্স হিসেবে কাজে যোগ দিলেন রেণু খাতুন (Renu Khatun joins as nurse in District Chief Health Office in Bardhaman)। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার রায় তাঁকে দায়িত্ব বুঝিয়ে দেন ।
মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে নার্স (গ্রেড-টু) হিসাবেই কাজে যোগ দেন তিনি । ফুল দিয়ে রেণুকে সংবর্ধনা জানান স্বাস্থ্য দফতরের কর্মীরা। এর পর তিনি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়ের থেকে তাঁর কাজের দায়িত্ব বুঝে নেন। কাজে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রেণু। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছেন। স্বাস্থ্য ভবন থেকে নতুন কোনও নির্দেশ না আসা পর্যন্ত রেণু আপাতত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে কাজ করবেন বলে জানিয়েছেন প্রণব।
কাজে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ‘মা ‘ বলে সম্বোধন করে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন রেণু খাতুন। আগামী ২৭শে জুন মুখ্যমন্ত্রী পূর্ববর্ধমানে আসছেন, ওই দিনই তার সঙ্গে দেখা করতে চান রেণু। কাজে যোগ দেওয়ার পর রেণু জানান, তাঁর যে ডানহাত নেই এই প্রতিবন্ধকতা তাঁর কাজে কোনও প্রভাব ফেলবে না। এটা তাঁর কাছে চ্যালেঞ্জের। পাশাপাশি ভবিষ্যতে যদি কারও সাথে এই ধরনের ঘটনা ঘটে তখন তিনিও তাঁর পাশে দাঁড়াবেন, এমনটাই জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: North Bengal: বর্ষার শুরুতেই বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা
সম্প্রতি নার্সিংয়ের (Nursing) সরকারি চাকরির প্যানেলে নাম উঠেছে রেণু খাতুনের।২০২২, ৪ জুন । স্ত্রী হাতছাড়া হয়ে যাবেন, অভিযোগ, এই আশঙ্কা থেকে ঘুমের মধ্যে রেণুর হাত থেঁতলে কব্জি কেটে নেয় তাঁর স্বামী শেখ মহম্মদ। এই ঘটনায় শেখ মহম্মদ এবং তাঁর মা-বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
এতকিছুর পরেও জীবন যুদ্ধে হার মেনে নেয়নি রেণু । ডান হাত আর কার্যকর নয় । তাই, হাসপাতালের বেডে শুয়েই বাঁ হাত লেখালিখি শুরু করেছিলেন । তাঁর চাকরি যাতে বজায় থাকে, সেই ব্যবস্থা নিতে নিজে উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এমনকি, তিনি আশ্বাস দেন তাঁর কৃত্রিম হাত বসানোর ও চিকিৎসার খরচের ব্য়বস্থা করবে রাজ্য সরকার। আজ ২১ জুন, ২০২২ । মাত্র ১৭ দিনের মাথাতেই উঠে দাঁড়িয়েছেন রেণু ।
আরও পড়ুন: Alia University: আলিয়াতেও রাজ্যপালকে সরিয়ে আচার্য মুখ্যমন্ত্রী! বৃহস্পতিবার বিধানসভায় পেশ বিল