excessive sex urge, groom went to court against bride

স্ত্রীর সঙ্গমের ইচ্ছা মারাত্মক, যুবকের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করল আদালত

স্ত্রীর যৌন ইচ্ছা মারাত্মক। তা যে থামে না। বিরাম নেই।ফলে সময়ে অসময়ে তাঁকে ইচ্ছার বিরুদ্ধে বাধ্য করা হয় যৌন মিলনে। কিন্তু তা সহ্যের সীমা অতিক্রম করায় বিবাহবিচ্ছেদের দ্বারস্থ হলেন মুম্বইয়ের এক যুবক।শুনানির সময় অবশ্য যুবকের স্ত্রী আদালতে হাজির ছিলেন না। একতরফা বিবাহ বিচ্ছেদের রায় দেয় মুম্বই আদালত।যুবকের অভিযোগ, বিবাহের পর থেকেই তাঁর স্ত্রী অতিরিক্ত যৌন মিলনের ইচ্ছা ব্যক্ত করতে থাকেন। তাঁকে জোরপূর্বক পানীয়ের সঙ্গে যৌন উদ্দীপনাবর্ধক ওষুধ খাওয়াতেন তিনি। এমনকি অস্বাভাবিক যৌনাচারেও লিপ্ত হতে বাধ্য করতেন।

আদালতে যুবকের আইনজীবী বলেন স্ত্রীর সঙ্গে সঙ্গমে সম্মত না হলে তিনি অন্য পুরুষদের সঙ্গে যৌনতায় যুক্ত হবেন বলে হুমকিও দিতেন। অতিষ্ঠ হয়ে মুম্বাই আদালতে বিবাহবিচ্ছেদের পিটিশন দাখিল করেন ঐ যুবক। কিন্তু তাঁর স্ত্রীর তরফে অভিযোগের কোনও প্রত্যুত্তর পাওয়া যায়নি এবং তিনি শুনানিতে আদালতেও হাজির ছিলেন না। তাই আদালত ঐ যুবককে বিবাহবিচ্ছেদের অনুমতি দেয়।এরকম রায় শুনে হতবাক অনেকে। কেউ বলছেন এমন একতরফা রায় না হলেই ভালো হত। কেউ বলেছেন স্ত্রীরও আদালতে থাকা জরুরি ছিল।