মহারাষ্ট্রের রাজনৈতিক টানাপড়েন নয়া মোড় নিল। শিবসেনার ১৫ জন বিদ্রোহী বিধায়ককে ওয়াই প্লাস নিরাপত্তা দিল মোদী সরকার।
অন্যদিকে, শনিবার রাতে বডোদরায় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেছেন শিন্ডে। বৈঠক ঘিরে জল্পনার পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আর তা হল ওই সময় বডোদরায় অমিত শাহের উপস্থিতি। গোপন এই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে ৷ কানাঘুষো শোনা যাচ্ছে, আসছে সপ্তাহে তাঁরা আবার দেখা করতে পারেন৷
আরও পড়ুন: সরযূতে স্নানের মাঝে বউকে চুমু! অযোধ্যায় এসব চলবে না- বলে ধেয়ে এল কিল, চড়, লাথি!
বৈঠক শেষে শিন্ডে তড়িঘড়ি অসমের গুয়াহাটিতে আর ফড়নবিশ মহারাষ্ট্রে ফিরে যান ৷ গুয়াহাটিতে এখনও শিন্ডের সমর্থনে হোটেলে রয়েছেন প্রায় 50 জন বিধায়ক ৷ জানা গিয়েছে, শিন্ডে নাকি কমপক্ষে 4 ঘণ্টা হোটেলে ছিলেন না ৷ তাঁর গুজরাতে যাওয়া এবং অসমে ফিরে আসার মধ্যের সময় অনুযায়ী ফড়নবিশের সঙ্গে বৈঠকটা খুব সংক্ষিপ্ত ছিল বলে মনে করা হচ্ছে ৷
মহারাষ্ট্রে প্রতিদিনই নতুন করে পট বদল হচ্ছে ৷ শিন্ডে সম্প্রতি ঘোষণাও করেছেন দুই-তৃতীয়াংশ বিধায়কদের নিয়ে তৈরি দলের নাম ‘শিব সেনা বালাসাহেব’ হবে ৷ এদিকে তিনি এও জানিয়েছেন যে শিব সেনা ছেড়ে বেরিয়ে আসেননি ৷ ওদিকে শিব সেনা তাদের বিদ্রোহী নেতাকে সতর্ক করেছে, রাজনৈতিক স্বার্থ মেটাতে বালাসাহেব ঠাকরের নাম যেন কোনও ভাবে অপব্যবহার করা না হয়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ ইতিমধ্যে শনিবার মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়াল 16 জন বিদ্রোহী বিধায়ককে শোকজ নোটিস পাঠিয়েছেন ৷ 27 জুনের মধ্যে তাঁদের উত্তর দিতে হবে৷
আরও পড়ুন: Presidential Elections: তিথি নক্ষত্র মেনে মনোনয়ন পেশ দ্রৌপদী মুর্মুর, পাশে মোদী-শাহ-নাড্ডা