বরাবরই শিরোনামে থাকতে ভালবাসেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া । হলি-বলি দম্পতি এখন হলিডে উপভোগ করছেন আইসল্যান্ডের মনোরম পরিবেশে ৷ সেখান থেকেই অনুরাগীদের উদ্দেশ্যে ভ্যাকেশনের বেশ কিছু ঝলক শেয়ার করলেন ‘মেরি কম’ স্টার ৷
সময় যেন এক লহমায় থমকে দাঁড়িয়েছে। সেই শুরুর দিকের মতো মুগ্ধতায় বুঁদ হয়ে আছেন নিক-প্রিয়াঙ্কা। সমুদ্রসৈকতে নোনা বাতাসে ছুটে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী। যেন মুক্তপ্রাণ! কখনও সূর্য সাক্ষী রেখে চুম্বন এঁকে দিচ্ছেন নিকের ঠোঁটে। একরাশ প্রেম নিয়ে নিকও অপলক তাকিয়ে স্ত্রীর দিকে। আশ্লেষে ছুঁয়ে একে-অন্যকে। জলে ভাসছেন, সমুদ্রের নুন মাখামাখি হয়ে যাচ্ছে যুগল শরীরে।
আরও পড়ুন: Pushpa 2: ‘পুষ্পা’র সিক্যুয়েলে আর দেখা যাবে না রশ্মিকাকে? কী বললেন প্রযোজক
আটলান্টিক মহাসাগরের প্রবাল দ্বীপ ‘Turks and Caicos Islands’ একেবারে শান্ত, কোলাহল মুক্ত। প্রিয়াঙ্কার পরনে সাহসী বিকিনি টপ, সঙ্গে পরেছেন ব্ল্যাক হট প্যান্ট। শর্টসে হ্যান্ডসাম হাঙ্ক নিক জোনাস। পড়ন্ত রোদেও তাঁদের জলকেলির অন্ত নেই। দিগন্ত পেরিয়ে ডুবন্ত সূর্যের দিকে ছুট। বাঁধনহারা প্রিয়ঙ্কার মাদকতা নিকের চোখেমুখেও। হোটেলের ঘরে ঘুমন্ত স্ত্রীর শরীরে যখন রোদের আঁকিবুকি, সেই মুহূর্তও ধরে রাখছেন ক্যামেরায়।
আরও পড়ুন: Johnny Depp: ক্ষমাপ্রার্থনা ডিজনির, জ্যাক স্প্যারোর চরিত্রে ফেরার জন্য মোটা টাকার অফার