UP youth died as living fish entered in his stomach

UP: পেটে চলে গেল জ্যান্ত বান মাছ! ডাক্তার না দেখিয়ে ঝাড়ফুঁক, মৃত্যু হল যুবকের

মাছ নিয়ে অনেকেই মজা করেন। ভুজং তা নিয়ে ভেল্কিও দেখান। জিওল মাছ গিলে তা জল সমেত বের করেন। এমন ঘটনা আমাদের চেনা। মজার চলে সেই কাজ করতে গিয়েই মৃত্যু হল এক যুবকের। বাঁধের জলে মাছ ধরতে ধরতে মজা করে জ্যান্ত বান মাছ মুখে পুরে দাঁত দিয়ে চেপে রেখেছিলেন এক যুবক। কিন্তু সেই মজাই জীবন কেড়ে নিল তাঁর। ঘটনাটি উত্তরপ্রদেশের চিত্রকূটের। মৃত যুবকের নাম শঙ্কর।

এমনটা ঠিক কিভাবে হল ? পরিবার সূত্রে জানা গিয়েছে, বাজার থেকে আনাজ কিনতে বেরিয়েছিলেন বছর আঠারোর শঙ্কর। কিন্তু মাঝপথেই তাঁর দেখা হয় কয়েক জন বন্ধুর সঙ্গে। তাঁরা বন্ধুরা শঙ্করকে জানান, তারা বাঁধের জলে মাছ ধরতে যাচ্ছেন। নাজা আনতে যাওয়া বাদ দিয়ে শঙ্করও বন্ধুদের সঙ্গে যেতে রাজি হয়ে যান।তা যে এমন কাল হয়ে যাবে কেউ তা ঘুনাক্ষরেও বোঝেননি।

শঙ্কর একটা বান মাছ ধরেছিলেন। মজাচ্ছলে মাছটি মুখে নিয়ে দাঁতের মাঝে চেপে ধরে রেখেছিলেন। শঙ্করের এই কাণ্ড দেখে ওঁর বন্ধুরা হাসাহাসি শুরু করেন। তা দেখে শঙ্করও হেসে ফেলেন। সেই সময় মাছটি মুখের ভিতরে ঢুকে সোজা পেটে চলে যায়। শঙ্করের এই হাল দেখে বন্ধুরা ঘাবড়ে গিয়েছিলেন।

শঙ্কর বাড়িতে চলে আসেন। বাড়িতে বিষয়টি বলেন। মাছ গিলে ফেলার কিছু সময় পরই শঙ্করের শরীরে অস্বস্তি হতে শুরু করে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান বাড়ির লোকেরা। হাসপাতাল থেকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু তা না করে বাড়ির লোকেরা মাছ বার করার জন্য ওই যুবককে এক তান্ত্রিকের কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যান। সেখান থেকে বাড়িতেও চলে আসেন। সোমবার ভোররাতে মৃত্যু হয় শঙ্করের।