মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সৌদি আরব, কাতার, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল আজহা।
এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
Umat Islam di Malaysia sambut Hari Raya Aidiladha pada 10 Julai – Penolong Setiausaha Majlis Raja-Raja#Aidiladha pic.twitter.com/o0QJLkqSdp
— BERNAMA (@bernamadotcom) June 29, 2022
সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সব নাগরিককে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় । যারা খালি চোখে বা টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখবেন, তাদের কাছের আদালতে রিপোর্ট করে সেই খবর নথিভুক্ত করতে সুপ্রিম কোর্ট অনুরোধ করেছে। খবর আল আরাবিয়ার।মুসলিমরা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণ করে। এই ক্যালেন্ডার অনুযায়ী ৩৫৪ বা ৩৫৫ দিনে এক বছর হয়।