কদিন ধরেই বেশ উত্তেজনা ভরপুর পর্ব দর্শকদের উপহার দিয়েছে গাঁটছড়া, মিঠাই, ধুলোকণা-র মতো ধারাবাহিকরা। তবে লালন আর ফুলঝুরির বিয়ে দিয়ে সবার আগে এগিয়ে এল ধুলোকণা। শুধু চ্যানেল নয়, এই সপ্তাহে বাংলার টপারও স্টার জলসার এই মেগা। প্রথম বিয়ে থাকতেই কী করে দ্বিতীয় বিয়ে হবে? আদৌ লালন-ফুলঝুরির বিয়ে হবে তো? এই সব প্রশ্ন অতীত। ধারাবাহিকের সেটেও দ্বিগুণ উল্লাস। হোক নকল সাতপাক। তবু বিয়ে বিয়ে গন্ধ আছে তো! তার সঙ্গেই জুড়েছে ‘বাংলা সেরা’ হওয়ার আনন্দ।
আর তারপরেই আছে ‘গাঁটছড়া’। রাহুলের পরদা ফাঁস, খড়িদের বাড়ি বিক্রি হয়ে যাওয়া, আর বারবার ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসার মাখোমাখো দৃশ্য চোখ ফেরাতে দেয়নি দর্শকদের। বিক্রি হয়ে যাওয়া বাড়ি উদ্ধার করেছে ঋদ্ধি-খড়ি। দর্শকদের বাড়তি পাওনা গৌরব চট্টোপাধ্যায়-শোলাঙ্কি রায়ের প্রেম। উত্তমকুমারের নাতির রোম্যান্টিক দৃশ্য মানেই নেপথ্যে হেমন্ত মুখোপাধ্যায়ের নস্টালজিয়া। সব মিলিয়ে এ সপ্তাহে ধারাবাহিকের ঝুলিতে ৭.৯।
আরও পড়ুন: Sonamoni-Saptarshi: ‘ডিঙ্কা’র সঙ্গে জুটি বেঁধে ছোটপর্দায় কামব্যাক ‘মোহর’-এর
তৃতীয় স্থানে ‘রিকি দ্য রকস্টার’। সিদ্ধার্থের ‘রকস্টার’ ইমেজ সত্যিই ‘রকিং’। ‘মিঠাই’ ৭.৮ পেয়ে তৃতীয়। গত সপ্তাহে বেঙ্গল টপার আলতা ফড়িং এবার চলে গিয়েছে চতুর্থ নম্বরে। এদিকে গত সপ্তাহে টিআরপি তালিকায় থাকা বেশ কিছু মেগারও দেখা মিলল না আর। যেমন রাহুল-রুকমার ‘লালকুঠি’। যদিও আগের সপ্তাহের থেকে নম্বর বেড়েছে (৪.৮ থেকে ৫.৫)।
চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশ:
প্রথম- ধুলোকণা (৮.০)
দ্বিতীয়- গাঁটছড়া (৭.৯)
তৃতীয়- মিঠাই (৭.৮)
চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)
পঞ্চম- গৌরী এল (৭.৬)
ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)
সপ্তম- মন ফাগুন (৭.০)
অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৫)
উমা (৬.৫)
নবম- এই পথ যদি না শেষ হয় (৬.৩)
দশম- আয় তবে সহচরী (৫.৭)
খেলনা বাড়ি (৫.৭)
সম্প্রচারণের শুরু থেকেই ভাল ফল করছে জি বাংলার ‘সারেগামাপা’। এ সপ্তাহে গানের রিয়্যালিটি শো-টি নবম স্থানে। ঠিক এর পরেই জি টিভির ‘দিদি নম্বর ১’। ৪.৯ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে এটি। ‘ইস্মার্ট জোড়ি’র টিআরপি রেটিং ৩.৭।
আরও পড়ুন: ইলেকট্রিক বিলের নামে ভুয়ো লিঙ্ক, ক্লিক করতেই নিমেষে ফাঁকা অ্যাকাউন্ট শান্তিলাল মুখোপাধ্যায়ের