Elon Musk was terminating his deal to buy Twitter

Elon Musk: টুইটার কিনছেন না ইলন মাস্ক, বিশ্বের ধনীতম ব্যক্তির বিরুদ্ধে মামলার ‘হুঁশিয়ারি’

প্রায় ৪,৪০০ কোটি ডলারের টুইটার কেনার চুক্তি বাতিল করলেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। বিশ্বের ধনীতম ব্যক্তি তথা টেসলার মালিকের অভিযোগ, ভুয়ো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কোনও তথ্য তাঁকে দিতে পারেনি টুইটার সংস্থা। তাই টুইটার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

এই বিষয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেলর এক বিবৃতিতে বলেন, ‘টুইটারের বোর্ড মাস্কের সঙ্গে সম্মত হওয়া মূল্য এবং শর্তাবলীর উপর লেনদেন করতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি কার্যকর করার জন্য আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। আমরা আত্মবিশ্বাসী যে আমরা ডেলাওয়্যার কোর্ট অফ চ্যান্সারিতে জয়ী হব।’ এর আগে ইলন মাস্ক বলেছিলেন, স্প্যাম অ্যাকাউন্ট কত আছে? তা যাচাই করে নথি না পাওয়া পর্যন্ত টুইটার কেনার চুক্তি স্থগিত রাখাবেন তিনি। টেসলার কর্ণধার এই নিয়ে টুইট করে লিখেছিলেন, ‘স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা সত্যিই টুইটারের মোট ব্যবহারকারীর পাঁচ শতাংশের কম, তা গণনার স্বপক্ষে নথি না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে টুইটার কেনার চুক্তি স্থগিত রাখা হচ্ছে।’

আরও পড়ুন: Lunar Eclipse 2022: বছরের প্রথম চন্দ্রগ্রহণ সোমবার! জেনে নিন কখন কোথা থেকে দেখা যাবে এই ব্লাড মুন

গত ২৫ এপ্রিল টুইটারের মালিকানা পান মাস্ক। প্রায় ৪,৪০০ কোটি ডলারে এই সংস্থাটি কেনেন তিনি। টুইটার কেনার জন্য ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের অর্থ ঋণও নেন। তা শোধ করার জন্য শেষ পর্যন্ত তাঁকে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এমনকি, খরচ কমানোর উদ্দেশ্যে সংস্থার কিছু উচ্চপদস্থ কর্মীর বেতনও কমানো হতে পারে বলে ঋণদাতা সংস্থাগুলিকে জানিয়েছিলেন তিনি। কিছু দিন আগে টেসলা-য় কর্মখালি আছে বলে একটি টুইট করেন মাস্ক। তবে সে সব এ বার বিশ বাঁও জলে।

এ নিয়ে মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তাঁরা।

মাস্কের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার। সংস্থার চেয়ারম্যান ব্রেট টেইলো জানান, এ ব্যাপারে তাঁরা আইনি পদক্ষেপ করার পরিকল্পনা করছেন। অর্থাৎ, এর ফলে আমেরিকার ধনকুবের এবং ১৬ বছর পুরনো সান ফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: WhatsApp for PC: ভয়েস নোট পাঠান? নতুন এই ফিচারে মিলবে দুর্দান্ত সুবিধা