mamata banerjee chief minister of west bengal makes momos in darjeeling

Mamata Banerjee: প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ মমতার, তৈরি করলেন মোমো

দার্জিলিং সফরের শেষ দিনে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সকাল প্রাতর্ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। চলে গিয়েছিলেন চিড়িয়াখানায় দার্জিলিঙে রিচমন্ড হিলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলেন। সেখানে তাঁদের সঙ্গেই মোমো তৈরি করতে শুরু করেন তিনি। অন্যদিকে ভানুভবনে চলছে জিটিএ-র শপথ গ্রহন অনুষ্ঠান। সেখানে রয়েছে রাজ্যপাল।

গত কয়েক দিনে পাহাড় সফরে বার বার এমনই অন্য মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে মঙ্গলবার, দার্জিলিংয়ে ফুচকা বানিয়ে ছোটদের খাওয়ান তিনি। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে। তাতে ইতস্তত বোধ করা তো দূর, বরং আলুর পুর, মটর, তেঁতুল জল পুরে সাজিয়ে গুছিয়ে সকলের বাটিতে ফুচকা তুলে দিতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: Bus Accident: ৭১ জন পড়ুয়া নিয়ে রাস্তার ধারে উল্টে গেল বাস, বিপত্তি মালদহে

বুধবারও হাঁটতে বেরিয়ে কচিকাঁচাদের নিয়ে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ঝুল বারান্দা থেকে ছেলেমেয়ে নিয়ে ছুটে আসেন বড়রা। তাঁদের মধ্যে থেকে শিশুদের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। কৌটো থেকে সকলের হাতে তুলে দিতে থাকেন চকোলেট। গাল টিপে কচিকাঁচাদের আদরও করতে দেখা যায় তাঁকে।

বৃহস্পতিবার সকালে জনসংযোগে ফের পাহাড়ের রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ-খবর নেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা। এর পর রুটি-বেলনা নিয়ে নিজেই বসে পড়েন মোমো বানাতে। লেচি কেটে কেটে, বেলে তুলে দেন এক মহিলার হাতে। তার পর পুর দিয়ে মুড়ে সেদ্ধ করার জন্য রাখতে থাকেন তাঁরা।

পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এভাবে মোমোর দোকানে ঢুকে মোমো বানানোর ঘটনা নজরকাড়া এবং এটা জনসংযোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: পঞ্চায়েত নিয়ে রাজ্যকে সার্টিফিকেট কেন্দ্রীয় মন্ত্রীর, মুখ পুড়ল বিজেপির, বাড়ছে অস্বস্তি