ভয়াবহ দুর্ঘটনার মুখে রায়গঞ্জের বিধায়ক তথা ও বিধানসভার পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীর গাড়ি। শনিবার ভোরে মালদহের গাজোলের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিস সূত্রে জানা গেছে, গাড়িতে তখন বিধায়ক ছিলেন না। একটি লরি পিছন দিক থেকে এসে ধাক্কা মারে । গাড়িতে থাকা বিধায়কের দুই নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন। তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। মালদহ জেলার গাজোলে ৩৪ নং জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা।
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ( Krishna Kalyani ) । পুলিশ সূত্রে খবর, শনিবার ভোরে বিধায়ককে নিতে মালদা টাউন স্টেশনে আসছিলেন তাঁর গাড়ি চালক।
রাত সাড়ে ৩টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদাগামী লরি। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি পথ দুর্ঘটনার কবলে পড়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়। পরপর দু’বার দুর্ঘটনার মুখে পড়েছে তাঁর কনভয়। তবে গায়ে আঁচড়টিও লাগেনি শুভেন্দুর। গত সপ্তাহেও শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা লাগে। গাড়ির কাচ ভেঙে চুরমার হয়ে যায়। তার কয়েকদিন পরেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল।
বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জিতলেও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মুকুল রায়ের পর এবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি খাতায় কলমে বিজেপি বিধায়ক, কিন্তু, গত বছর ২৭ অক্টোবর পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগের বিজেপির আবেদন ঘিরে শুনানিও চলছে বিধানসভায়।
আরও পড়ুন: Hanskhali Murder: ডিভোর্সের আগের রাতে জোর বচসা, স্ত্রীকে গুলি করে খুন স্বামীর!