DIY Hibiscus face masks for deep cleansing and packing a glowing punch

Hibiscus: ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনবে জবা ফুলের ফেসিয়াল

গরমকালে একদিকে কড়া রোদ আর অন্যদিকে প্যাচ প্যাচে ঘামের অত্যাচারে হাজার চেষ্টা করেও ত্বকের জৌলুস ধরে রাখা কঠিন হয়ে যায়। ফলে প্রচণ্ড ঘামে থাকা অ্যাসিডের কারণে ত্বকের ওপররের স্তর নষ্ট হয়ে ত্বকে ট্যান ও ব্রণ বা র‍্যাশ দেখা দেয়। এই অবস্থায় কড়া রাসায়নিক যুক্ত বিউটি প্রোডাক্টে ব্যবহারের বদলে প্রাকৃতিক উপকরণ  দিয়ে পরিচর্যা করাই ভাল। এতে থাকা উপাদানগুলি একদিকে যেমন ত্বকের শুশ্রুষা করে অন্যদিকে তেমনই আবার ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। এ রকমই একটি প্রাকৃতিক উপকরণ হল জবা ফুল। জবা ফুলের এত গুণ রয়েছে যে শুধু চুলে নয় ত্বকের একাধিক সমস্যার সহজ সমাধান করে এই ফুল।

জবা ফুলে রয়েছে ভিটামিন এ, বি-সিক্স, সি এবং ই। আর এই সব উপাদান ত্বকের জন্য খুবই উপকারী। তাই এই গরমকালে নষ্ট হয়ে যাওয়া ত্বকের জৌলুস ফিরিয়ে আনতে জবা ফুল দিয়ে ফেসিয়াল করুন, এ ভাবে–

স্টেপ ১: প্রথমে জবা ফুল দিয়ে ক্লেনজার বানিয়ে ফেলুন

উপকরণ

  • জবা ফুল- ১টা
  • ভিটামিন ই ক্যাপসুল- ১টা
  • জল- ১কাপ

প্রথমে সারারাত জলে জবা ফুল ভিজিয়ে রাখুন। সকালে ফুল সরিয়ে এই জল ছেঁকে নিন।

এবার ভিটামিন ই ক্যাপসুল পাংচার করে এই জলে মিশিয়ে দিন।

এবার এই মিশ্রণ একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এই মিশ্রণ মুখে স্প্রে করে মুখ পরিষ্কার করে নিন।

আরও পড়ুন: ধরে রাখতে পারে বয়েস, জেনে নিন রূপচর্চার ট্রেন্ড জেড স্টোন রোলার সম্পর্কে

স্টেপ ২: এবার জবা ফুল দিয়ে এই ভাবে তৈরি করুন স্ক্রাবার

উপকরণ

  • জবা ফুলের পেস্ট- ১টা
  • অ্যালোভেরা জেল- ১ছোট চামচ
  • চিনি- ১ ছোট চামচ

একটি পাত্রে জবা ফুল, অ্যালোভেরা জেল ও চিনি ভাল করে মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণ দিয়ে মুখ স্ক্রাব করে নিন।

কমপক্ষে দু’মিনিট স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

স্টেপ ৩: এবার চটপট বানিয়ে ফেলুন জবা ফুলের ফেসপ্যাক

উপকরণ

  • জবা ফুলের (পেস্ট)- ১টা
  • বেসন- ১ ছোট চামচ
  • টক দই- ১ ছোট চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চিমটে

একটি পাত্রে বেঁটে রাখা জবা ফুলের সঙ্গে বেসন, দই ও হলুদগুঁড়ো মিশিয়ে নিন।

এবার এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন।

এবার ২০ মিনিট পর জল দিয়ে মুখ ধুয়ে নিন।

সপ্তাহে অন্তত এক বার করে এই ফেসিয়াল করলে ভাল ফল পাবেন। আর যাদের ব্ল্যাকহেডস রয়েছে তারা স্ক্রাব করার পর অবশ্যই মুখে স্টিম নিন। এতে ব্ল্যাক হেডস পরিষ্কার হবে। আর ফেসিয়ালের প্রক্রিয় সম্পন্ন হলে মুখ ধুয়ে অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নিতে ভুলবেন না।

আরও পড়ুন: Skin Care Tips- মুখের ত্বককে সতেজ রাখতে মেনে চলুন কয়েকটা সহজ পদ্ধতি