3 districts may witness heavy rainfall, Forecast, Alipur

ভারী বৃষ্টির সম্ভবনা, জেনে নিন কেমন থাকবে কলকাতা-জেলাগুলি

সোমবারও দিনভর শহর কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে।এবছর বর্ষার শুরু থেকে এখনও পর্যন্ত ঝেঁপে একটানা বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে গত কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। রবিবার দিনভর শহর কলকাতায় দফায়-দফায় বৃষ্টি হয়েছে। তারই হাত ধরে শহরের পারদও নেমে গিয়েছে প্রায় ৩ ডিগ্রি।

হাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবারেও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে। বরং আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দুই ২৪ পরগনা ও পূর্বে মেদিনীপুরের বেশ কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু জেলাতেই নয়, আজ দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও।

গতকাল রাতে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। আপাতত কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। বৃষ্টিপাত হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে।

এই মরশুমে শুরু থেকেই সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এখনও পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি প্রায় ৫০ শতাংশ। কিন্তু, আজ থেকে হাওয়া বদলের সম্ভাবনা। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। বৃষ্টিপাত হলে তাপমাত্রাও কমবে বেশ কিছুটা, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।

IMD সূত্রে খবর, সোমবার দিল্লিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে রাজধানী। পাশাপাশি তেলেঙ্গানাতেও ভারী বৃষ্টি হবে, হাওয়া অফিস সূত্রে খবর এমনটাই। হায়দরাবাদ সহ একাধিক এলাকার জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।