রণবীর সিং নগ্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করার পর থেকেই সাড়া দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। মূল্যবৃদ্ধি, শিক্ষায় দুর্নীতি, মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার বৃদ্ধি- সব ছেড়ে এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রণবীরের ‘নগ্নতা’। নগ্ন ফটোশ্যুট করে মহিলাদের ভাবাবেগে আঘাত দিয়েছেন রণবীর, এর জেরে নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা আইনজীবী বেদিকা চৌবে। সম্প্রতি এক জাতীয় টেলিভিশনে হাজির হয়েছিলেন বেদিকা। সেখানেই নিজের পদক্ষেপের ব্যাখা দেন আইনজীবী।
রণবীরের এই ‘নগ্ন’ ছবি কেন বেদিকার কাছে অস্বস্তিকর ঠেকেছে? সঞ্চালিকার প্রশ্নের জবাবে আইনজীবী জানান,’নিঃসন্দেহে এই ছবিগুলো অশ্লীল। আমরা এই ছবিতে রণবীরের পশ্চাতদেশ দেখতে পাচ্ছি। ওঁনার ভিডিয়ো আমার কাছে রয়েছে, সেখানে উনি সেখানে সম্পূর্ণ নগ্ন।’ এরপর তিনি জানান, ‘আমি জানি না কত মানুষজন ব্যাপারটা বুঝতে পারছেন।’
At present, the biggest "national issue" is Ranveer Singh's "bum"😂😂😂😂😂😂😂😂😂pic.twitter.com/sSkYFeEBYq
— Ravi Nair (@t_d_h_nair) July 26, 2022
মহিলা আইনজীবীর মুখে এহেন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সঞ্চালিকা। প্ল্যানেলে উপস্থিত সকলেই হেসে ফেলেন বেদিকা চৌবের কথায়। তিনি বলেন, ‘ম্যাডাম আপনি হাসুন, হাসতেই পারেন। কিন্তু এটা পরিচিত ঘটনা, এটা একটা জাতীয় ইস্যু’। এই ভিডিয়ো দেখে টুইটারেও হাসির রোল।
Not Unemployment
Not Inflation
Not Chinese IncursionRanveer Singh’s bum is the foremost National Issue#VedikaChaubey
— Grouchy Maxx (@softgrowl) July 26, 2022
আরও পড়ুন: Mimi-Nusrat: সম্পর্কে চিড় কি শুধুই গুঞ্জন? প্রায় এক বছর পর একসঙ্গে ফ্রেমবন্দি মিমি-নুসরত
যে দিন এই ছবিগুলি প্রকাশ্যে আসে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আড্ডার ঠেকে, এখন কেবল এই এক আলোচনা। ট্রেন্ড করছেন বলি তারকা। কোনও ছবিতে কার্পেটের উপরে শুয়ে আছেন নগ্ন রণবীর। কখনও বা বসে ক্যামেরায় কঠিন দৃষ্টিতে পোজ। যদিও কয়েকটি ছবিতে কালো অন্তর্বাস পরে রয়েছেন। মুহূর্তে ভাইরাল হয় সেই ছবিগুলি। আমেরিকার একটি ম্যাগাজিনের জন্য এই ফোটোশ্যুট করিয়েছিলেন দীপিকা পাড়ুকোনের স্বামী। এর পরই রণবীরের বিরুদ্ধে মুম্বই পুলিশে কাছে অভিযোগ দায়ের হয়েছে।
মহিলা আইনজীবী বেদিকা চৌবে এবং একটি এনজিও পৃথকভাবে রণবীরের নাম মামলা দায়ের করেছেন। চেম্বুর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন: Jacqueline In Kolkata: কলকাতা এসেই সোজা কালীঘাটে জ্যাকলিন, কিন্তু কেন?