কলকাতার শুটিং শেষ। এবার বারাণসীর পালা। গোটা টিম নিয়ে দেব ( Actor Dev ) পাড়ি দিয়েছেন মনিকর্নিকার শহরে। মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁর আগামী ছবি ‘প্রজাপতি’র দ্বিতীয় দফার শ্যুট শুরু হবে চলতি মাসেই। তার আগে আরাধ্য দেবতার আশীর্বাদ নিতে বারাণসী পৌঁছে গেলেন সাংসদ-তারকা দেব অধিকারী! সঙ্গী ছবির পরিচালক অভিজিৎ সেন।
সকাল সকাল নীল রঙা পাঞ্জাবী পরে কাশী বিশ্বনাথকে দর্শন করলেন অভিনেতা। ভোর বেলা পুজো দিলেন মন্দিরে। কপালে তিলক, গলায় আকন্দের মালা বিশ্বনাথ মন্দিরের ফটকের সামনে ফ্রেমবন্দি মুহূর্ত শেয়ার করে লিখলেন, ভোর বেলায় পুজো দিলাম বিশ্বনাথের কাছে, হর হর মহাদেব। সঙ্গী পরিচালক অভিজিৎ সেন, ‘টনিকের’ পর ফের আবারও প্রজাপতি সিনেমায় একসঙ্গে দেব এবং অভিজিৎ।
শিবপুজোর কথা স্বীকার করে দেব জানিয়েছেন, তিনি বরাবরই শিবভক্ত। দেবতার আশীর্বাদ নিতে তাই পৌঁছে গিয়েছিলেন কাশী। এ বারে তাঁর সঙ্গী দেব। সেখানকার ব্যবস্থাপনার যথেষ্ট প্রশংসাও করেন তিনি। দু’জনেই ভক্তিভরে পুজো সারতে পেরেছেন আরাধ্য দেবতার।দেবের ভক্তরা তার এই রূপে মুগ্ধ। কেউ কেউ বলেই বসলেন, দাদা একটা ভাল ব্লগ চ্যানেল খোলো। মহাদেবের নামে সারা দিলেন দেবের ভক্তরাও।
দেবের পাশাপাশি রবিবার টলিউডের আরও এক নায়িকাকেও মহাদেবের আরাধনা করতে দেখা যায়। তিনি অদ্রিজা রায়। এ দিন তাঁকে দেখা গিয়েছে শোভাবাজারের ভূতনাথ মন্দিরে। কিছু দিন আগেই আরব থেকে ফিরেছেন তিনি। সেখানে ধুমধাম করে জন্মদিনও পালন করেছেন। দেবতার মতো স্বামী পেতেই কি এ বার শ্রাবণ মাসে শিবের আরাধনা? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল নায়িকার কাছে। অদ্রিজার উত্তর, ‘‘এ রকম কিছুই নয়। ঈশ্বরের টানে পৌঁছে গেলাম। ভাল কাজের জন্য ঈশ্বরের আশীর্বাদ অবশ্যই প্রয়োজন।’’