BJP leader Suvendu Adhikari says he complained about TMC to Amit Shah

Suvendu Adhikari: দুর্নীতির সঙ্গে যুক্ত ১০০ তৃণমূল নেতার নাম দিয়েছি, শাহী বৈঠকের পরে জানালেন শুভেন্দু

আগামী ৭ অগাস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগেই দিল্লি গিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । রাজধানীতে পৌঁছেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। মঙ্গলবার স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে শাহের ঘরেই ৪৫ মিনিট একান্ত বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা অন্য কোনও নেতাই সেখানে উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে শুভেন্দু টুইট করে জানান, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি শাহের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে দ্রুত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের অনুরোধও জানিয়েছেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘১০০-র বেশি বিধায়ক এবং তৃণমূলের তোলাবাজের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি যাঁরা গোটা বাংলায় টাকা তোলার র‌্যাকেট চালায়। পুলিশের নিরাপত্তা নিয়ে গ্রিন করিডর বানিয়ে ভাইপোর বাড়ি ও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাঠিয়েছেন। উনি আমায় কথা দিয়েছেন, এই দুর্নীতির পূর্ণ তদন্ত হবে।’’ একই সঙ্গে শুভেন্দু জানান, এটা যে স্বাধীনতার পরে সবচেয়ে বড় দুর্নীতি তা শাহও মেনেছেন। শুভেন্দু বলেন, ‘‘হরিয়ানায় তিন হাজার, ত্রিপুরায় ১১ হাজার চাকরিতে দুর্নীতি হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গে ৭৫ হাজার চাকরির মধ্যে ৫০-৫৫ হাজার বিক্রি করা হয়েছে। একা পার্থ, অপা, মপারা যুক্ত নন। প্রচুর কালেক্টর আছে। ব্লক অনুযায়ী কালেক্টর আছে, জেলা অনুযায়ী কালেক্টর আছে। ১০০ জনের নাম দিয়েছি। তার মধ্যে বিধায়ক, সাংসদ রয়েছেন। মন্ত্রীও রয়েছেন। চার বিধায়কের লেটারপ্যাড-সব বিভিন্ন তথ্য প্রমাণও জমা দিয়েছি। যাঁরা টাকা তুলেছেন। আমি চেয়েছি, আরও কড়া তদন্ত হোক। তদন্তকে একেবারে মূলে নিয়ে যেতে হবে।’’

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান সংসদে

দুর্নীতির অভিযোগ ও তদন্তের বিষয়ে আলোচনার পাশাপাশি সিএএ নিয়েও তিনি শাহের সঙ্গে কথা বলেন বলে জানিয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, শাহ তাঁকে জানিয়েছেন, করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই আইনের খসড়া তৈরি হবে।

শুভেন্দুর এই দাবি ঘিরে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘উনি যে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, তাঁর দলের বাকিরা জানে তো ?  রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি জানেন? এখানে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু দলের অর্ধেক সাংসদকেও সেখানে দেখা যায়নি। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং দুর্নীতিপরায়ণ বিজেপির নেতাদের মুখে তৃণমূলের সমালোচনা মানায় না।’

যদিও তৃণমূলের দাবি, সারদা তদন্তে বেকায়দায় তিনি ও তাঁর ভাই। পুরসভা থেকে লোপাট সারদার ফাইল। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার সময় কাঁথি পুরসভার পুরপ্রধান ছিলেন বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। সেই ‘নিখোঁজ’ ফাইলের হদিশ পেতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। এবার সেই সারদা কেলেঙ্কারি ধামাচাপা দিতেই কি শুভেন্দু অধিকারীরর (Suvendu Adhikari) দিল্লি এসেছেন।

আরও পড়ুন: Jharkhand : হাওড়ায় টাকা উদ্ধারে ৩ MLA-সহ গ্রেফতার ৫, মিলল ৫০ লক্ষ, সরকার ফেলতে বিজেপি টাকা দিয়েছেন দাবি কংগ্রেসের