পটনায় তখন জেডি(ইউ)-র সাংসদ-বিধায়ক-নেতাদের সঙ্গে বৈঠক করে এনডিএ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ কুমার। হঠাৎ টুইট লালু-কন্যা রোহিণী আর্যর— ‘রাজতিলক কা করো তৈয়ারি, আ রহে হ্যায় লণ্ঠনধারী’।
সিঙ্গাপুর নিবাসী রোহিনী একটি জনপ্রিয় ভোজপুরি সঙ্গীতের লাইন টুইট করে বোঝাতে চেয়েছেন, বিহারে ফের যাদব-রাজ আসন্ন। অর্থাৎ বাবা লালুপ্রসাদ, মা রাবড়িদেবীর পর এবার দাদা তেজস্বী। সেই টুইটে লণ্ঠনধারী আরজেডি সমর্থকদের একটি ভিডিয়োও পোস্ট করেছেন রোহিণী। সেখানে তাঁদের গাইতে দেখা যাচ্ছে ভোজপুরী গান— ‘লালু বিন চালু এ বিহার না হোই’ (লালুকে ছাড়া বিহার চলবে না)। লালুর পাশাপাশি রয়েছে তেজস্বীর ছবিও।
আরও পড়ুন: Visakhapatnam: পোশাক তৈরির কারখানায় ভয়াবহ দুর্ঘটনা, গ্যাস লিক করে অসুস্থ কমপক্ষে ৫০
"राजतिलक की करो तैयारी आ रहे हैं , लालटेन धारी "✌️ pic.twitter.com/R0pYeaU2mN
— Rohini Acharya (@RohiniAcharya2) August 9, 2022
সোমবার পাটনায় লালুপ্রসাদ-রাবড়িদেবীর বাংলোয় শিব পুজোর আয়োজন হয়েছিল। বিহারের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী দম্পতি ছোট ছেলে তেজস্বীর রাজনীতিতে মঙ্গলকামনা করতেই পুজোর বিশেষ আয়োজন করা হয়েছিল বলে খবর। বিহারে জেডিইউ-আরজেডি জোট সরকার গড়ার সম্ভাবনা দেখা দিতেই তেজস্বীকে এবার মুখ্যমন্ত্রীর আসনে দেখার বাসনা চাগাড় দিয়েছে বিহারী রাজনীতির যাদব পরিবারে।
রোহিণীর বক্তব্য স্পষ্ট— পাঁচ বছর পরে আবার পটনায় ক্ষমতার অংশীদার হতে চলেছে লালুর দল আরজেডি। যার প্রতীকচিহ্ন লণ্ঠন। লালু-পুত্র জেডি(ইউ)-আরজেডি-কংগ্রেস-বামেদের সেই ‘মহাগঠবন্ধন’ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আরজেডির একটি সূত্রে জানাচ্ছে, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী এ বার পেতে পারের স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব।
অন্যদিকে, রোহিণী হলেন, লালুপ্রসাদ-রাবড়ি দেবীর নয় সন্তানের মধ্যে অষ্টম। নানা সময়ে মিডিয়ার চর্চায় এসেছেন তিনি। সিঙ্গাপুরবাসী রোহিণী সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। বাবার মতো তিনিই বিজেপি ও সঙ্ঘ পরিবারের উপর খর্গহস্ত। ২০১৪-তে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে বলে বলিউড নায়িকা কঙ্গনা রানাওয়াতের মন্তব্যের নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন রোহিণী। পেশায় চিকিৎসক রোহিণীর ২০০২ সালে আমেরিকা নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সমরেশ সিংহের সঙ্গে বিয়ে হয়। বর্তমানে সিঙ্গাপুরে থাকেন। লালুপ্রসাদের সিঙ্গাপুরে মেয়ের বাড়িতে থেকে চিকিৎসা করানোর পরিকল্পনা চলছে।
আরও পড়ুন: Assam: ভালবাসার প্রমাণ দিতে HIV+ প্রেমিকের রক্ত নিজের শরীরে নিল কিশোরী