‘অ-পা’র মাঝের দূরত্ব ৫০০ মিটার! তবুও ‘বান্ধবী’র চিন্তায় মগ্ন পার্থ চট্টোপাধ্যায়! জেলে বসেই সাহায্যের হাত বাড়াতে প্ৰস্তুত পার্থ। কিন্তু সেই সাহায্যের হাত ধরতে রাজি নন অর্পিতা মুখোপাধ্যায়।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় নিজের আইনজীবীকে দিয়ে এই সাহায্যের বার্তা পাঠিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়কে। তিনি নাকি বলেন, ‘আমার জন্য ও সমস্যায় আছে। ওকে তোমারা আইনি সহায়তা দিও!’ আলিপুর সংশোধানাগারে বসে সেই কথা জানতেও পারেন অর্পিতা। কিন্তু পার্থর এই সাহায্য না নিয়ে বরং ফিরিয়ে দিয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর থেকে কোনও আইনি সাহায্য নিতে চান না বলে জানিয়ে দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। তিনি চাইছেন, একাই আইনি লড়াই লড়তে। আলাদা আইনজীবীরা তাঁর হয়ে মামলা লড়বেন। তাহলে কি পার্থ সম্পর্কে ক্ষোভ জন্মেছে অর্পিতার? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: অমর্ত্য সেনকে মুজফ্ফর আহমেদ স্মৃতি পুরস্কার দিচ্ছে CPM, গ্রহণ করবেন কি নোবেলজয়ী?
আইনজীবীদের মতে, এই অবস্থায় যদি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা অর্পিতাকে আইনি সাহায্য দেন, তাহলে নানা রকম প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন উঠতে পারে, কেন পার্থর সাহায্য নিল অর্পিতা? তাই এই বিষয়টি এড়াতেই একা লড়ার সিদ্ধান্ত। সম্প্রতি, ইডির তল্লাশিতে দুজনের বহু যৌথ সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এমনকি, জীবন বিমাতেও পার্থ চট্টোপাধ্যায়কে ‘আঙ্কল’ বলে পরিচয় দিয়েছেন অর্পিতা। জীবন বিমার কপি হাতে আসতেই যার প্রমাণ মিলেছে। সেক্ষেত্রে আলাদা আইনজীবী নিয়ে আইনি লড়াই লড়লেই একমাত্র পিছু ছড়ানো সম্ভব!
উল্লেখ্য, পার্থ-অর্পিতা দুজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ১৮ অগাস্ট পর্যন্ত জেলে থাকবেন পার্থ-অর্পিতা।
আরও পড়ুন: Allegation: সুইমস্যুটে ছবি পোস্ট ইন্সটায়! ছাত্রের বাবার অভিযোগে চাকরি হারালেন অধ্যাপিকা