স্বাধীনতা দিবসে রঙিন পাগড়ি পরার ট্রেন্ড বজায় রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তেরঙা পাগড়ি পরে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। সঙ্গে সাদা কুর্তা এবং নীল জ্যাকেট পরেছেন।
অনেকের মতে, স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে যে আজাদির অমৃত মহোৎসব ও হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করা হয়েছিল, সেই কর্মসূচিকে তুলে ধরতেই এবার প্রধানমন্ত্রী তিরঙ্গা পাগড়ি পরে এসেছিলেন।
#WATCH PM Narendra Modi hoists the National Flag at Red Fort on the 76th Independence Day pic.twitter.com/VmOUDyf7Ho
— ANI (@ANI) August 15, 2022
২০২০ সালে গেরুয়ার উপর ঘিয়ে রঙের কাজ করা পাগড়ি পরেছিলেন মোদী। তার আগের বছর মোদির মাথায় ছিল নানা রঙের পাগড়ি। ২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী হিসেবে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তিনি। সে বার লাল রঙের যোধপুরী পাগড়ি ছিল তাঁর মাথায়। ২০১৫ সালে গাঢ় হলুদের উপর নানা রঙের কাজ, ২০১৬-তে হলুদ-গোলাপির মিশ্রণ ছিল। ২০১৭ সালে মোদি পরেছিলেন লাল-হলুদ পাগড়ি। ২০১৮ সালে গেরুয়া রং বেছে নিয়েছিলেন তিনি।
এবার প্রজাতন্ত্র দিবসে যেমন উত্তরাখণ্ডের মুসৌরির ঐতিহ্যবাহী ‘টোপি’ (টুপি) পরেছিলেন মোদী। সেইসময় উত্তরাখণ্ডের শিল্পী ও দর্জিরা জানিয়েছিলেন, অনেকেই জানতেন মুসৌরির ঐতিহ্যবাহী ‘ব্রহ্মকমল’ টুপির বিষয়ে। আবার অনেকেই জানতেন না। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মোদীর মাথায় সেই টুপি দেখার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ফোন আসছে।
আরও পড়ুন: National Handloom Day: আপনার সাধের তাঁত আর লিনেন শাড়ির জন্য নেবেন কিভাবে?