List of all the countries banned by FIFA over third-party influence

FIFA: ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপে ব্যান! পাকিস্তান, ইরাক, নাইজেরিয়ার সঙ্গে লজ্জার একাসনে ভারত

স্বাধীনতা দিবস পালনের উৎসবের রেশ ফিকে হওয়ার আগেই এসে পৌঁছেছিল খবরটা। আর মঙ্গলবার সকাল থেকে কার্যত দাবানলের মতো তা ছড়িয়ে পড়ল। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করল ফিফা। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় এই হস্তক্ষেপ বরদাস্ত করে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করার হুঁশিয়ারি আগেই দিয়েছিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। মঙ্গলবার ভোরের দিকে ফিফার তরফে ই-মেলে প্রেস বিবৃতিতে জানানো হয়, সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করা হল।

তবে ‘তৃতীয় পক্ষের’ হস্তক্ষেপের জন্য ভারতই যে প্রথম ফিফার শাস্তির কোপে পড়ল, তা নয়। আগেও একই কারণে একাধিক দেশকে নির্বাসিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। কোন কোন দেশকে নির্বাসিত করেছিল ফিফা এবং কেন করেছিল, তা দেখে নিন –

  • ২০০৯ সালে ইরাককে নির্বাসিত করেছিল ফিফা।
  • ২০১১ সালে অল্প সময়ের জন্য বসনিয়ার ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা।
  • ২০১৪ সালে নাইজেরিয়াকে নির্বাসিত করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আরও পড়ুন: CWG 2022 Day 3 Live: দ্বিতীয় সোনা! পঞ্চম পদক এল ভারোত্তোলনে, আজ নজরে ভারত-পাক মহারণ

  • সরকারের হস্তক্ষেপের কারণে ২০১৬ সালের অক্টোবরে গুয়েতেমালা এবং কুয়েতকে নির্বাসিত করা হয়েছিল।
  • গত বছর পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করেছিল ফিফা। ফিফার নিয়োগ করা কমিটির ক্ষমতা দখল করে নিয়েছিলেন একদল ফুটবল কর্তা। প্রাথমিকভাবে সতর্ক করেছিল ফিফা। তাতে কাজ না হওয়ায় নির্বাসনের খাঁড়া নেমেছিল পাকিস্তান ফুটবল ফেডারেশনের উপর। মাসদেড়েক আগে সেই নির্বাসন তুলে নেওয়া হয়েছে।
  • ২০১০ সালে কোনওক্রমে ফিফার শাস্তি থেকে রেহাই পেয়েছিল ভেনেজুয়েলা।

আরও পড়ুন: CWG 2022: স্বপ্নপূরণ সিন্ধুর, প্রথমবার কমনওয়েলথ গেমস সিঙ্গলসে জিতলেন সোনা