Khorkuto Ends With Gungun Death

Khorkuto: খড়কুটো’র জন্মদিনেই মৃত্যু গুনগুনের! চোখের জলে ভাসল দর্শক

২০২০ সালে সকলের মন জয় করতে এসেছিল মুখার্জী পরিবার। আর সেই পরিবারের প্রাণ গুনগুন ওরফে তৃণা সাহা! পর্দায় গুনগুন ও সৌজন্যকে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শক।তবে এবার বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। বুধবার ছিল এই ধারাবাহিকের জন্মদিন। আর আজকের দিনেই মারা গেল সিরিয়ালের অন্যতম মুখ গুনগুন।

ব্রেন টিউমার অপারেশন করতে গিয়েই মৃত্যু হয়েছে গুনগুনের। আর সেই পর্ব নজরে আসতেই কেঁদে ভাসাচ্ছেন দর্শকরা। তাদের বেশিরভাগই বলছেন, এইভাবে না মেরে ফেললেও পারতেন। গুনগুন এরকম প্রাণোচ্ছল একটা চরিত্র এইভাবে শেষ না হলেও পারত। সাদা চাদরে স্ট্রেচারে শুয়ে রয়েছে গুনগুন। আর এই দেখেই চোখে জল দর্শকদের।

আরও পড়ুন: Rishabh-Urvashi: ‘আমার পিছু ছাড়ো’ লিখলেন ঋষভ পন্থ, পাল্টা খোঁচা দিয়ে পোস্ট ‘প্রাক্তন’ উর্বশীর

কেন ‘হ্যাপি এন্ডিং’ পেল না ‘খড়কুটো’? প্রশ্নে ভরে উঠছে ফ্যানপেজগুলি। এ বিষয়ে তৃণা কী মনে করছেন? ধারাবাহিকে তাঁর চরিত্রের মৃত্যু আদৌ কতটা জরুরি ছিল? গুনগুনের স্পষ্ট জবাব, ‘দর্শক আমাদের কতটা ভালোবাসেন, গুনগুনের মৃত্যু ঘিরে তাঁদের রাগ-দুঃখই তা বুঝিয়ে দিচ্ছে। এই চরিত্রের মৃত্যু জরুরি ছিল কি না, সেটা আমি বলতে পারব না। কিন্তু ব্রেন টিউমরের মতো রোগকে হারিয়ে গুনগুন বেঁচে ফিরলেও কি প্রশ্ন উঠত না? আমি বলব, সব কিছুরই একটা শেষ থাকে। সেটাই মেনে নিতে হয়।’

তৃণার আশ্বাস, ধারাবাহিকের অন্তিম পর্বেও থাকবে গুনগুন। অনুরাগীদের জন্য আছে বিশেষ চমক। তাঁর কথায়, ‘সকলের কাছে আমার একটাই অনুরোধ। শেষ দিন পর্যন্ত ‘খড়কুটো’ দেখুন। আমাদের ভালোবাসুন। দর্শকদের জন্য একটা উপহার আছে। আমার বিশ্বাস, সেই উপহার পেয়ে তাঁদের মন খারাপ মুছে যাবে।’

জানা যাচ্ছে আগামী সপ্তাতেই শেষ বার সম্প্রচারিত হবে ‘খড়কুটো’! তবে মন ভার করেই শেষ হচ্ছে ছটফটে গুনগুনের গল্প!

আরও পড়ুন: Anandamath: বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ’ এবার সেলুলয়েডে! প্রকাশ্যে ছবির প্রথম ঝলক