Tragic incident on Janmashtami, 2 dead after being trampled in Banke Bihari temple in Mathura

Janmashtami 2022 : জন্মাষ্টমীতে মর্মান্তিক ঘটনা, মথুরার বাঁকে বিহারী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ২

মথুরার মন্দিরে জন্মাষ্টমী পালন করতে গিয়ে করুণ পরিণতি। উচপে পড়া ভিড়ের জেরে দমবন্ধ হয়ে প্রাণ হারালেন অন্তত দু’জন। শনিবার এমনটাই জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলারতি চলাকালীন এই ঘটনা ঘটে । মঙ্গলারতির সময় ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় মন্দির চত্বরে । জেলাশাসক নবনীত সিং চাহাল বলেন, প্রচণ্ড ভিড়ের কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের । তাঁদের মধ্যে একজন নয়ডা থেকে আসা ৫৫ বছরের এক মহিলা ও অন্যজন জব্বলপুরের বাসিন্দা ৬৫ বছরের বৃদ্ধ । মন্দিরে ধাক্কাধাক্কিতে বেশ কিছু মানুষ আহত হয়েছেন । প্রশাসনের তরফে আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।

আরও পড়ুন: Independence Day 2022: নেতাজির সঙ্গে একাসনে সাভারকর, ‘হিন্দুবীর’-কে সম্মান প্রধানমন্ত্রীর

মন্দিরের পুরোহিত শশাঙ্ক গোস্বামী জানান, ‘মঙ্গলা আরতির’ সময় মন্দিরের বহু ভক্তের সমাগম হয়েছিল । সেইসময়ই ঘটনাটি ঘটে । তবে, সময়মতো পদক্ষেপ এবং আহতদের সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য অনেকের জীবন বাঁচানো গিয়েছে ।

এদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । পাশাপাশি, লখনউতে জারি করা একটি সরকারি বিবৃতি অনুসারে আহতদের সমস্ত প্রয়োজনে সাহায্যের জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন । একইসঙ্গে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য উৎসবের সময় ধর্মীয় স্থানে যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয়, সেবিষয়ে স্বরাষ্ট্রদফতরকে নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন: Himachal Pradesh: হড়পা বান ও ধসে বিপর্যস্ত হিমাচলে! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলসেতু, মৃত ৩