স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দিল্লির লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কর্তব্য পথই জীবনের পথ হওয়া উচিত। এবার সেই তিনিই সিদ্ধান্ত নিলেন, দিল্লির রাইসিনা হিলসের উপরে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট অবধি যে রাস্তার নাম বর্তমানে রাজপথ, তারই নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘কর্তব্য পথ’। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে এই রাস্তাতেই কুচকাওয়াজ হয়। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, আগামি ৮ সেপ্টেম্বর নতুনভাবে ঢেলে সাজানো হবে রাজপথ এবং তার দু’পাশের এলাকা, সেন্ট্রাল ভিস্তার এলাকার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিকে, তার আগেই নাম বদল করা হবে।
চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। জানিয়েছিলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে এবার বেরিয়ে আসার সময় হয়েছে। সম্প্রতি নৌসেনাকে ঢেলে সাজানোর মধ্যে দিয়েও মিলেছে সেই বার্তাই। নৌবাহিনীর (Indian Navy) পতাকায় থাকা ব্রিটিশ আমলের চিহ্ন সেন্ট জর্জ ক্রসের বদলে ঠাঁই পেয়েছে মারাঠা বীর ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’। মোদীর সেই মন্তব্যেরই যেমন আরেক প্রতিফলন এই নয়া নামকরণ।
আরও পড়ুন: Namaz Controversy: বাড়িতে নামাজ পাঠও দোষের? যোগী রাজ্যে মামলা ২৬ জনের বিরুদ্ধে
I believe they’re renaming Rajpath as कर्तव्य पथ.
I hope they will name the new Prime Minister’s residence as किंगकर्तव्यविमूढ़ मठ.Courtesy; Shuddha pic.twitter.com/OBvc1KW6to
— Mahua Moitra (@MahuaMoitra) September 6, 2022
জানা গিয়েছে, নেতাজির স্ট্যাচু থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত গোটা রাস্তার নামই বদলে গিয়ে হবে ‘কর্তব্য পথ’। এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের নামও রেস কোর্স রোড থেকে পরিবর্তিত হয়ে হয় লোক কল্যাণ মার্গ।
এই খবর প্রকাশ্যে আসতেই ট্যুইটারে (twitter) সরব তৃণমূস (TMC MP) সাংসদ মহুয়া মৈত্র (mahua moitra)। লিখলেন, ‘এ সব কী হচ্ছে? ইতিহাস নতুন করে লেখার ঝোঁকে বিজেপি কি আমাদের সংস্কৃতি নতুন করে তৈরি করাটাকেই নিজেদের একমাত্র কর্তব্য বলে ঠিক করে নিয়েছে?’