ছবি আঁকা থেকে শুরু করে কবিতা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতি চর্চা নতুন কিছু নয়। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি গান-বাজনা চর্চাতেও বহুবার নিজের দক্ষতা প্রমান করেছেন। গত বছর পুজোতেও তিনি একটি গানের অ্যালবাম প্রকাশ করেছিলেন। সেই অ্যালবামে একটি গানে তাঁকে দু’কলি গাইতে শোনা গেলেও এবার একটি সম্পূর্ণ গান তিনি গেয়েছেন।
জানা গিয়েছে, দুর্গোৎসবকে সামনে রেখে মহালয়ার দিন, অর্থাৎ আগামী রবিবার প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অ্যালবাম ‘উৎসবের গান’। মহালয়া অর্থাৎ রবিবার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র উৎসব সংখ্যার উদ্বোধন। সেখানেই প্রকাশিত হতে চলেছে পুজোর গানের অ্যালবাম।
আরও পড়ুন: Anil Kapoor: অত্যাধিক যৌনতাই বয়েস ধরে রাখার রহস্য! করণের শো-তে বোমা ফাটালেন
যার একাধিক গানই মুখ্যমন্ত্রীর লেখা। প্রতিবারই এই গানগুলি লেখেন তিনি। সুরও করেন। এবারও তার অন্যথা হচ্ছে না। সূত্রের খবর, প্রকাশিত হতে চলা এই ‘বাংলা গান, উৎসবের গান’ অ্যালবামের গান শোনা যাবে মুখ্যমন্ত্রীর গলায়। তবে সেটি কোন গান, তা এখনও স্পষ্ট নয়। রবিবার অ্যালবাম প্রকাশিত হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে।
জানা গিয়েছে, এবারের অ্যালবামের মূল থিম ‘নারীশক্তি’, উৎসব, একটি গানের প্রসঙ্গে উঠে আসবে ইউক্রেনের ভারতীয় ছাত্রছাত্রীদের কথাও। সূত্রের খবর, গানের কথায় উঠে এসেছে এই বাংলার জয়গানই। উৎসবের গান অ্যালবামের কথা ও সুর দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। গান গেয়েছেন জিৎ গাঙ্গুলি, বাবুল সুপ্রিয়, মনোময়, শ্রীরাধা, চন্দ্রিকা, অদিতি, তৃষা, ইন্দ্রনীল ও মমতা বন্দোপাধ্যায় নিজে। আগামী রবিবার মমতা বন্দোপাধ্যায় এই অ্যালবাম প্রকাশ করবেন নজরুল মঞ্চ থেকে৷ শিল্পীরাও হাজির থাকবেন।
আরও পড়ুন: Emraan Hashmi: উপত্যকায় শুটিংয়ে গিয়ে আক্রান্ত ইমরান হাশমি, ভুয়ো খবর নাকি সত্যি?